ইতিহাস গড়ে নারীদের বিশ্বকাপে স্কটল্যান্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ইতিহাস গড়ে নারীদের বিশ্বকাপে স্কটল্যান্ড

ইতিহাস গড়ে নারীদের বিশ্বকাপে স্কটল্যান্ড

ইতিহাস গড়ে নারীদের বিশ্বকাপে স্কটল্যান্ড

ইতিহাস গড়ল স্কটল্যান্ড নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ড নারী দলকে হারিয়ে প্রথমবারের মত নিশ্চিত করল আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা। 

চলতি বছরের অক্টোবরে বাংলাদেশের দুই ভেন্যুতে (মিরপুর ও সিলেট) বসবে নারীদের টি-টোয়েন্টির বিশ্ব আসর। যেখানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক বাংলাদেশের সঙ্গী হবে সংযুক্ত আরব আমিরাতে চলমান কোয়ালিফায়ার থেকে দুই দল। 

দুই দলের একটি হওয়া নিশ্চিত করেছে স্কটল্যান্ডের নারীরা। সেমিফাইনালে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে তাঁরা। অলরাউন্ড নৈপুণ্যে সামনে থেকে নেতরত্ব দিয়েছেন ক্যাথরিন ব্রাইস। 

 

বল হাতে ৪ ওভারে ৮ রান খরচে ৪ উইকেট নেন ব্রাইস। ৩ উইকেট নেন রেচেল স্ল্যাটার। ১ টি শিকার আবতাহা মাকসুদের। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১০ রান করতে পারে আইরিশ নারীরা। 

জবাবে ওপেনার মেগান ম্যাককোলের ৪৭ বলে ৫০, তিনে নামা ক্যাথরিন ব্রাইসের ২৯ বলে অপরাজিত ৩৫ এ ৩ ওভার ৪ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় স্কটিশ নারীরা। 

স্কটল্যান্ড দলের সবার উদযাপন বাঁধনহারা। কারণ ২০ ওভারি হোক বা ৫০ ওভারি, নারীদের বিশ্বকাপে যে এবারই প্রথম অংশগ্রহণ নিশ্চিত হল তাঁদের। 

 

আয়ারল্যান্ড সুযোগ হারালেও সুযোগ আছে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের নারীদের। এই দুই দলের লড়াইয়ে জয়ী দলই বাংলাদেশের বিমানে চড়বে।