জিম্বাবুয়ের নিষেধাজ্ঞায় কপাল খুলল নাইজেরিয়া-নামিবিয়ার

images 2

কদিন আগেই বোর্ডের আন্তঃকোন্দল ও অনৈতিক কর্মাকন্ডের ফলস্বরুপ জিম্বাবুয়ে ক্রিকেটের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত রেখেছে আইসিসি। আর এতে ভাগ্য সুপ্রসন্ন হল নাইজেরিয়ার। আইসিসি ইভেন্ট খেলতে বাধা থাকায় অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিতে পারছেনা জিম্বাবুয়ে, তাদের পরিবর্তে বাছাই পর্বে খেলার সুযোগ মিলল নাইজেরিয়ার।

images 2 Namibia celebrate yet another wicket against Sierra Leone during their I...

সংযুক্ত আরব আমিরাতে অক্টোবরে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরুষদের বাছাই পর্বে খেলার সম্ভাবনা আপাতত নেই বললেই চলে জিম্বাবুয়ের। হঠাত আইসিসির সিদ্ধান্তে টালমাটাল হয়ে পড়া জিম্বাবুয়ে ক্রিকেট অবশ্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আইসিসির সাথে সমঝোতার মাধ্যমে বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিতে। দলের ক্রিকেটাররা দেশের ক্রিকেট বাঁচাতে বিনা পারিশ্রমিকে খেলার প্রস্তাবও দিয়েছে আইসিসিকে।

তবে এখনো পর্যন্ত কোন সন্তোষজনক ফল পাওয়া যায়নি, এদিকে তাদের অনুপস্থিতিতে আফ্রিকা অঞ্চল থেকে তৃতীয় দল হিসেবে বাছাই পর্ব খেলবে নাইজেরিয়া, বাকী দলদুটো কেনিয়া ও নামিবিয়া। পুরুষদের এই বাছাইপর্বে অংশ নিবে স্বাগতিক আরব আমিরাত, হংকং, আয়ারল্যান্ড, জার্সি, কেনিয়া, নামিবিয়া, নেদারল্যান্ড, ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, সিঙ্গাপুর ও চলতি মাসের শেষ দিকে নিশ্চিত হতে যাওয়া আমেরিকা অঞ্চলের দুটি দল।

আইসিসির নিষেধাজ্ঞায় পড়া জিম্বাবুয়ের নারী ক্রিকেট দলও অংশ নিতে পারবেনা ৩১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া নারীদের বিশ্বকাপ বাছাইপর্বেও। তাদের পরিবর্তে বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেওয়ার দুয়ার খুলেছে নামিবিয়ার। স্কটল্যান্ডে অনুষ্ঠিতব্য বাছাইপর্বে অংশ নিতে যাওয়া দলগুলো হল স্বাগতিক স্কটল্যান্ড, বাংলাদেশ, নামিবিয়া, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, পাপুয়া নিউগিনি, থাইল্যান্ড ও আমেরিকা। যেখান থেকে মূল বিশ্বকাপ খেলার টিকিট পাবে দুটি দল।

জিম্বাবুয়ের পরিবর্তে বিকল্প দলগুলোকে নিয়ে বাছাইপর্ব আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গেলেও এখনো বিশ্বকাপ বাছাই খেলার ব্যাপারে আশাবাদী জিম্বাবুয়ে। তারা বলছেন সরকার-ক্রিকেট বোর্ড সমঝোতায় দ্রুতই মিলবে আশার আলো। এদিকে আইসিসি ইভেন্ট খেলতে বাধা থাকলেও এফটিপির বাইরের যেকোন সিরিজ খেলতে পারবে জিম্বাবুয়ে। সেক্ষেত্রে সেপ্টেম্বরে ত্রিদেশীয় সিরিজ খেলতে জিম্বাবুয়ে পুরুষ দলের বাংলাদেশ সফর করার কথা রয়েছে।

৯৭ প্রতিবেদক

Read Previous

ভুল সিদ্ধান্তের রেকর্ড গড়ে উইকিপিডিয়ায় উইলসন অন্ধ আম্পায়ার!

Read Next

সাক্ষাৎকার দিতে ঢাকায় রাসেল ডোমিঙ্গো

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share