‘আমাদের দলটা আসলে এরকম না’

'আমাদের দলটা আসলে এরকম না'

নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে কখনো জেতা হয়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ২০২১ সালে এসে সেই চিত্র পালটে দেবার বার্তা ছিল টাইগারদের অধিনায়ক, কোচের। তবে ডানেডিনে প্রথম ওয়ানডেতে চিত্রটা একই রকম দেখা গেছে। নিউজিল্যান্ড টাইগারদের হারিয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে, সেটাও ১৭২ বল হাতে রেখে।

এই ম্যাচ দিয়েই ওয়ানডে ক্রিকেটে পথচলা শুরু হয়েছে তরুণ অলরাউন্ডার মেহেদী হাসানের। ব্যাট হাতে ১ টি করে চার ও ছক্কায় ২০ বলে ১৪ রান করার পর বল হাতে করেছেন ৬ ওভার। ২.৮৩ ইকনোমিতে ১৭ রান দিয়েছেন তিনি, উইকেট না পেলেও কিউই ব্যাটসম্যানদের লাগাম টেনে ধরে রেখেছিলেন মেহেদী।

তবে দলীয় সাফল্য আসেনি। ১৩১ রানে অলআউট হওয়া বাংলাদেশ পাত্তাই পাননি কোন বিভাগে। তবে মেহেদী বলছেন বাংলাদেশ এমন দল না, ডানেডিনে যেমন দেখা গেছে।

বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় মেহেদী হাসান বলেন, ‘আমাদের দলটা আসলে এরকম না। ওটা একটা খারাপ দিন ছিল যে কেউ ভালো করতে পারেনি। তাই আমরা ভুলে যাচ্ছি, সামনে পরবর্তী ম্যাচ আছে সেটার দিকে। ফোকাস করছি ইন শা আল্লাহ, খুব ভালো হবে। আমাদের টিম কম্বিনেশন খুব ভালো আছে, হ্যা টিম কন্বিনেশন অনুযায়ী পারফর্ম করলে ইন শা আল্লাহ রেজাল্ট ভালো হবে।’

ট্রেন্ট বোল্ট-ম্যাট হেনরিদের দাপটের দিনে খরুচে ছিলেন বাংলাদেশের পেসাররা। মুস্তাফিজুর রহমান ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৫০ করে, হাসান মাহমুদ ১১.৩১। বিপজ্জনক হতে থাকা মার্টিন গাপটিলকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ, প্রথম ওভারে উইকেট তুলে নেওয়া তাসকিন ৪ ওভারে হজম করেছেন ২৩ রান।

পেসারদের, বিশেষ করে তাসকিন আহমেদের প্রশংসা করলেন মেহেদী।

‘আমাদের পেস বোলাররা ভালই বল করছে, যেহেতু আমরা স্কোরবোর্ডে বড় রান দাঁড় করাতে পারি নাই। বিপক্ষ টিমে যে গাপটিল ছিল সে খুব এগ্রেসিভ ছিল, সে হয়তো বা চান্স নিয়েছে লো স্কোরিং ম্যাচের জন্য। গাপটিল ছাড়া মনে হয় না অন্য ব্যাটসম্যানরা খুব আরামে, স্বাচ্ছন্দ্যবোধ করে খেলতে পেরেছে।’

‘আর আপনি যদি তাসকিনের কথা বলতে চান তাসকিন মা শা আল্লাহ খুব ভালো বল করেছে, খুব ভালো পেসে বল করেছে। হাসানও ভালো বল করছে, মুস্তাফিজও ভালো ভালো করছে কিন্তু ওভারঅল তাসকিন খুব ভালো বল করছে শেষ ম্যাচে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

কামব্যাক টুর্নামেন্টে ১ হাজার রান করার লক্ষ্য নাসিরের

Read Next

‘মানুষজন এতটাই অশিক্ষিত, একতরফা মাতামাতি করেছে’

Total
0
Share