সাগরিকায় স্মার্ট হওয়ার তরিকায় বিশ্বাসী শ্রীলঙ্কা

সাগরিকায় স্মার্ট হওয়ার তরিকায় বিশ্বাসী শ্রীলঙ্কা

চট্টগ্রামের উইকেট ফ্ল্যাট, বোলারদের জন্য থাকে না খুব বেশি কিছু। এই বাস্তবতা বেশ ভালো করেই জানা শ্রীলঙ্কা দলপতি দিমুথ করুনারত্নের। যে কারণে আগামীকাল (১৫ মে) থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে নিজ দলের বোলারদের স্মার্ট হওয়ার বার্তা দিচ্ছেন। বুদ্ধি খাটালো এমন উইকেটেও সাফল্য পাওয়া যায় বিশ্বাস সফরকারী কাপ্তানের।

সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বরাবরই রান প্রসবা। এক টেস্টে সব মিলিয়ে অন্তত এক হাজার রান হওয়া নিয়মিত ব্যাপার। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টে এখানে রান হয়েছে ১০৭৬। এর আগের টেস্টে কাইল মায়ের্সের ব্যাটে পঞ্চম দিনে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারা ম্যাচে রান হয়েছে প্রায় ১৪০০।

আগামীকাল মাঠে নামার আগেই লঙ্কান দলপতি বেশ ভালোভাবেই আঁচ করতে পেরেছেন উইকেটের ধরণ। ম্যাচ পূর্ববর্তী দিন সংবাদ সম্মেলনে আজ সাংবাদিকদের দিয়েছেন সে সম্পর্কে ধারণা। বোলারদের জন্য কিছু নেই এমন উইকেটে স্মার্ট হওয়ার বিকল্প দেখছেন না দিমুথ করুনারত্নে।

তিনি বলেন, ‘এটা সহজ নয়, কিন্তু আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। উইকেটে বোলারদের জন্য কিছুই নেই। তবে আমি মনে করি আপনি যদি স্মার্ট হন তবে উইকেট তুলে নিতে পারবেন। ফ্ল্যাট উইকেট দেখা যাচ্ছে, বোলারদের জন্য কিছু নেই। আগে যেটা বললাম ২০ উইকেট তুলে নিতে আপনাকে যথেষ্ট স্মার্ট হতে হবে। এমনকি যদি উইকেট না পান আপনাকে স্মার্ট হয়ে ভাবতে হবে। আউট অব দ্যা বক্সে ভাবতে হবে। এটাই আমাদের আপাতত পরিকল্পনা।’

উইকেট ফ্ল্যাট জেনেই হোমওয়ার্কের মাধ্যমে নিজেদের চ্যালেঞ্জ জন্যের পরিকল্পনা সফরকারীদের। সে ক্ষেত্রে প্রয়োগ ঠিকঠাক হলে জয় নিয়েই ঢাকায় ফেরার ব্যাপারে আশাবাদী দিমুথ করুনারত্নে।

এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘আপনি যদি এটা নিয়ে ভাবেন তবে বলতে হয় এখানে প্রায় একই রকম কন্ডিশন। এসব পিচের আচরণ কেমন হতে পারে তা আমাদের জানা। চট্টগ্রামের পিচ বেশিরভাগ সময়ই ফ্ল্যাট হয়, তাই স্কোরবোর্ডে আমরা বড় সংগ্রহ তুলতে চাই যেন তাদের চাপে রাখা যায়।’

‘গত কিছু টেস্টে এখানে এমনটাই হয়েছে, ১ হাজার রানও হয়েছে। দেখে ভালো ও ফ্ল্যাট উইকেট মনে হচ্ছে। কিন্তু আমরা যদি আমাদের হোমওয়ার্ক ঠিকঠাক করতে পারি, আমরা একটা পার্থক্য তৈরি করতে পারবো এখানে। আর সেসব পরিবর্তন করতে পারলে আমরা জয় নিয়ে ঢাকায় যেতে পারবো বলে মনে করছি।’

চট্টগ্রাম থেকে, ক্রিকেট৯৭ প্রতিবেদক

Read Previous

তাসকিন-মিরাজের না থাকা যখন অন্যদের বার্তা দেওয়ার সুযোগ

Read Next

ডোমিঙ্গোর চাওয়ায় চট্টগ্রামে সাইফউদ্দিন, ডোনাল্ডের সাথে সেরেছেন পরিচয় পর্ব

Total
0
Share