জিম্বাবুয়ে সফরে বদলে গেল ভারতের অধিনায়ক

জিম্বাবুয়ে সফরে বদলে গেল ভারতের অধিনায়ক

ইনজুরির কারণে লম্বা সময় ধরেই ভারতীয় দলের বাইরে লোকেশ রাহুল। এশিয়া কাপের স্কোয়াডে সহ অধিনায়ক হিসাবে আছেন তিনি। ধারণা করা হচ্ছিল এশিয়া কাপ দিয়েই প্রত্যাবর্তন হবে তার। তবে এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলবেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) জানিয়েছে বিসিসিআইয়ের মেডিকেল টিম জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য সবুজ সংকেত দিয়েছে।

শুধু তাই ই নয়, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে অধিনায়কত্ব করবেন তিনিই। শিখর ধাওয়ান থাকবেন তার ডেপুটি। এর আগে ঘোষিত স্কোয়াডে ধাওয়ান ছিলেন অধিনায়ক।

আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে জিম্বাবুয়েতে তিনটি ওয়ানডে খেলবে ভারত। ২০১৬ সালের পর এটিই হবে ভারতীয় দলের প্রথম জিম্বাবুয়ে সফর। আগস্টের ১৮, ২০ এবং ২২ তারিখ অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাবে।

জিম্বাবুয়ে সফরের জন্য ভারতের ওয়ানডে স্কোয়াড-

লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, দীপক হুদা, রাহুল ত্রিপাঠি, ঈশান কিশান (উইকেটরক্ষক), স্যাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, কুলদীপ যাদব, আক্সার প্যাটেল, আবেশ খান, প্রসিধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ এবং দীপক চাহার।

৯৭ ডেস্ক

Read Previous

ভারতের এশিয়া কাপ স্কোয়াড নিয়ে জয়াবর্ধনের বিশ্লেষণ

Read Next

উইন্ডিজে ‘এ’ দলের ব্যাটিং বিপর্যয়, লড়ছেন কেবল সাইফ

Total
0
Share