শীতের আবহে মিরপুরে পাকিস্তানের গা গরম করা অনুশীলন

IMG 20211115 WA0002

শীতের মৌসুম চলে এলেও শীতের দেখা না পাওয়ার যে আক্ষেপ সেটা গত দুই দিনে কিছুটা হলেও কমেছে বাংলাদেশের মানুষের। ঢাকায় বৃষ্টি, মেঘলা আকাশের দেখা মিলেছে, আর তাতেই শীতের আবহ পাওয়া যাচ্ছে। এমন দিনেই আজ (১৫ নভেম্বর) মিরপুরে অনুশীলনে নেমেছে সফরকারী পাকিস্তান।

৩ ম্যাচ টি-টোয়েন্টি ও ২ ম্যাচ টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান দল ঢাকায় পা রাখে গত ১২ নভেম্বর। তবে দুইদিন হোটেলে কাটিয়ে আজই প্রথম মিরপুরে অনুশীলনে নামে। সূচি অনুসারে গতকাল অনুশীলন থাকলেও তা বাতিল করে বাবর আজমের দল।

১৯ নভেম্বর মিরপুরে প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে। তবে অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিক দলের সাথে বাংলাদেশে আসেননি। দুজনের বাংলাদেশে আসার কথা আগামীকাল (১৬ নভেম্বর)।

বাবর-মালিকের তাই প্রথম দিনের অনুশীলনে অংশ নেওয়ার কোনো সুযোগই ছিল না। তবে দলের সাথে আসা মোহাম্মদ রিজওয়ান এদিন ছিলেন বিশ্রামে। দুই রাত আইসিইউতে কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দারুণ এক ইনিংস খেলা এই উইকেট রক্ষক ব্যাটসম্যান হয়তো এখনো শরীরেএ ধকল কাটিয়ে উঠতে পারেননি।

সূচি অনুসারে সকাল ১০ টা ৩০ মিনিটেই মিরপুরে হাজির পাকিস্তান দল। মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শুরু হতেই পাকিস্তানের দুইটি জাতীয় পতাকা মাঠে গেড়ে দেয় সফরকারীরা। সাম্প্রতিক সময়ে বিশ্বের যেকোনো জায়গাতেই সফরে গেলে এ পতাকা সঙ্গী বাবর আজম, ফখর জামানদের।

নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেন ফখর জামান, আসিফ আলি, ইফতেখার আহমেদরা। থ্রোয়ার ছাড়াও বল করেছেন শাহীন শাহ আফ্রিদি, হাসান আলি, হারিস রউফ, শাদাব খান, ইমাদ ওয়াসিমরা। শিষ্যদের ভুল ত্রুটি ধরিয়ে দিচ্ছিলেন পাশে দাঁড়ানো কোচ সাকলাইন মুশতাক।

মাঠের এক প্রান্তে ফিল্ডিং অনুশীলন করেন কয়েকজন। যেখানে দেখা মেলে বিশ্বকাপ সেমিফাইনালে গুরুত্বপূর্ণ সময় ম্যাথু ওয়েডের ক্যাচ মিস করা হাসান আলিকেও। বেশ কঠিন কিছু ক্যাচও এদিন তালুবন্দি করেন হাসান। বেশ কিছুক্ষণ ক্যাচ অনুশীলনে সময় পার করেন তরুণ ক্রিকেটার শাহনেওয়াজ দানিও।

৯৭ প্রতিবেদক

Read Previous

বাবর আজম পুরষ্কার না জেতায় মন খারাপ শোয়েব আখতারের

Read Next

‘টিম অফ দ্য টুর্নামেন্ট’ ঘোষণা, অধিনায়ক বাবর আজম

Total
0
Share