পাকিস্তানে দুইটি বাড়তি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড

পাকিস্তানে দুইটি বাড়তি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড

নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফর মাঝপথে বাতিল করে নিউজিল্যান্ড দেশে ফিরে যাবার পর ইংল্যান্ডও পাকিস্তান সফর বাতিল করে। যেকারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যারপরনাই নাখোশ ছিল। প্রকাশ্যে সেকথা জানিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজাও। পিসিবি ও ইসিবি (দ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) এর মধ্যকার মতবিরোধ ছিল দৃশ্যমান।

দুরত্ব কমাতে ইসিবির প্রধান নির্বাহী আজ পাকিস্তান সফর করেন। সেখানে পিসিবি চেয়ারম্যানের সঙ্গে সভা শেষে তিনি জানান ২০২২ সালের সেপ্টেম্বর/অক্টোবরে পাকিস্তান সফরে এসে দুইটি বাড়তি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড।

সাদা বলের সিরিজ শেষে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের (অস্ট্রেলিয়া) পর নভেম্বর/ডিসেম্বরে ৩ টি টেস্ট খেলতে পাকিস্তানে যাবে ইংল্যান্ড। যা হবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

পিসিবির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে টম হ্যারিসন বলেন, ‘আমি ও ইসিবির সিনিয়র পরিচালক মার্টিন ডার্লোভ লাহোরে এসেছিলাম পিসিবি কর্তাদের সঙ্গে সামনাসামনি কথা বলতে। বিগত কয়েক সপ্তাহে বেশ কিছু ঘটনা ঘটেছে, যাতে অক্টোবরে আমাদের সফর বাতিল করতে হয়। দুই দেশের বোর্ডের সম্পর্ক বরাবরই ভালো, আমরা এটার ভবিষ্যত নিয়েও কথা বলেছি।’

‘আমরা খুশিমনে জানাচ্ছি যে ২০২২ এর সেপ্টেম্বর/অক্টোবরে আমাদের পাকিস্তান সফরে আমরা বাড়তি দুই টি-টোয়েন্টি খেলব। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আমরা আবার টেস্ট সিরিজ খেলতে আসব।’

টম হ্যারিসন জানান ইংলিশ ক্রিকেটাররা পাকিস্তানে খেলার চ্যালেঞ্জ নিতে চাইবে।

তিনি বলেন, ‘আমি মনে করি না এমন কোন ইংলিশ ক্রিকেটার আছে যিনি কিনা পাকিস্তানের মত প্রতিভায় ভরপুর দেশে তাদের জানা কন্ডিশনের বিপক্ষে খেলতে চাইবে না।’

ইসিবির এমন কার্যক্রমের প্রশংসা করেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। পাকিস্তান সফরে আসায় টম হ্যারিসনকে ধন্যবাদ জানান তিনি।

৯৭ ডেস্ক

Read Previous

বিসিবি নয়, স্টেইনের কাঠগড়ায় মাহমুদউল্লাহরাই

Read Next

রোহিত শর্মাকে অধিনায়ক করে ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা

Total
0
Share