জিম্বাবুয়ের ওয়ানডে দলে ফিরলেন মুজারাবানি-টিরিপানোরা

জিম্বাবুয়ের ওয়ানডে দলে ফিরলেন মুজারাবানি-টিরিপানোরা

হারারেতে ৪ জুন থেকে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে শুরু হচ্ছে জিম্বাবুয়ের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে জিম্বাবুয়ের স্কোয়াডে ফিরেছেন ব্লেসিং মুজারাবানি। পেস আক্রমণের নেতৃত্ব দিবেন তিনিই।

বাঁহাতি স্পিনার এইন্সলে লোভুও ১৫ সদস্যের স্কোয়াডে ফিরেছেন, শেষবার ওয়ানডে খেলেছিলেন প্রায় ৩ বছর আগে। ফিরেছেন ডোনাল্ড টিরিপানোও। ওয়ানডে দলের নেতৃত্বভার ক্রেইগ আরভিনের কাঁধে।

জিম্বাবুয়ের নির্বাচকরা দলে টেনেছে আনক্যাপড ফাস্ট বোলার তানাকা শিভাঙ্গাকেও। নামিবিয়ার বিপক্ষে গেলমাসে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল তার।

শন উইলিয়ামস, রিচার্ড এনগারাভা, ওয়েলিংটন মাসাকাদজারা এই সিরিজে নেই। কেউ কেউ আছেন ইনজুরিতে, কেউ নিয়েছেন ছুটি।

আফগানদের বিপক্ষে ঘরের মাঠে এই সিরিজ আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ। ৪, ৬ ও ৯ জুন হারারে স্পোর্টস ক্লাবে মাঠে গড়াবে ৩ ম্যাচ।

জিম্বাবুয়ের স্কোয়াডঃ

ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেজিস চাকাবভা, তেন্ডাই চাতারা, তানাকা শিভাঙ্গা, লুক জঙ্গে, তাকুজওয়ানাশে কাইতানো, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ের্স, এইন্সলে লোভু, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও ডোনাল্ড টিরিপানো।

৯৭ ডেস্ক

Read Previous

আগের দুই মেয়াদে যেমন করেছেন অধিনায়ক সাকিব

Read Next

তিন ফরম্যাটেই সেরা, স্বপ্নপুরণে পরিশ্রম করছেন বাবর

Total
0
Share