করোনা ভাইরাস এর সাথে জিততে তামিমের যত পরামর্শ

তামিম ইকবাল প্রেস

এই মুহূর্তে বিশ্বব্যাপী বেশ ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাস। বিশ্বজুড়ে প্রায় ১১ হাজারের বেশি লোকের প্রাণ কেড়ে নিয়েছে এই মহামারী। প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা, বাংলাদেশেও প্রাণ হারিয়েছেন ২ জন, আক্রান্ত অবস্থায় আছেন ২৪ জন। ভয়াবহ এই পরিস্থিতিতে সচেতনতা রক্ষার্থে মুশফিক, মাশরাফি, সাকিবের পাশাপাশি বাংলাদেশ ওয়ানডে দলের নবনিযুক্ত অধিনায়ক তামিম ইকবালও দিয়েছেন বার্তা।

জাতীয় দলের বাঁহাতি এই ওপেনার বিশ্বাস করেন সবাই মিলে নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে মহামারী এই ভাইরাসের সংক্রমণ প্রতিহত করা সম্ভব। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় তামিম বলেন, ‘করোনাভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশেও এতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। দুশ্চিন্তা করার কিছুই নেই। তবে সবাইকে সাবধান আর সতর্ক থাকতে হবে।’

‘করোনাভাইরাস প্রতিরোধে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত, সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা লাগবে। নিয়ম মেনে বারবার সবাইকে হাত ধুতে হবে। চোখ, মুখ, নাকে হাত দেওয়া যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে।’

একসাথে দায়িত্ব পালন করলে করোনা ভাইরাসের সাথে জেতা সম্ভব উল্লেখ করে টাইগারদের ওয়ানডে কাপ্তান বলেন, ‘করোনা ভাইরাস এর সাথে জিততে হলে আমাদের সবাই কে এক সাথে দায়িত্ব পালন করতে হবে। খুব বেশি প্রয়োজন না হলে বাসা থেকে বাইরে না যাওয়া, ভীড়ের থেকে দূরে থাকা আর বিভিন্ন অনুষ্ঠান এড়িয়ে চলা। আমি এবং আমার পরিবার সবকিছু মেনে চলার চেষ্টা করছি। সবাই দায়িত্ব মেনে চললে আমরা এ লড়াই জিতবো ইন শা আল্লাহ।’

পরিবার ও দেশের স্বার্থে বিদেশ ফেরতদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন বাঁহাতি এই ওপেনার, ‘আমাদের নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য আমাদের কিছু ত্যাগ করতে হবে। পরিবারে যারা বয়স্ক আছেন তাদের দিকে বেশি খেয়াল রাখতে হবে। বিদেশ থেকে যারা দেশে ফিরেছেন, তাদের অনুরোধ করবো, তারা যেন নিয়ম মেনে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকেন।’

করোনা ভাইরাস মহামারীতে সারা বিশ্ব যখন দুর্যোগপূর্ণ সময় পার করছে তখন কিছু লোক নানা ধরণের গুজব ছড়িয়ে পরিস্থিতিকে করছে আরও ঘোলাটে ও ভীতিকর। এমন গুজব না ছড়ানো ও কান না দেওয়ার বার্তা তামিমের, ‘কেউ মিথ্যে বা গুজব ছড়াবেন না। আর গুজবে কানও দিবেন না।’

৯৭ প্রতিবেদক

Read Previous

নিজেকে আলাদা রেখেছেন সাকিব, দেখা করেননি মেয়ের সঙ্গে

Read Next

নির্বাচক প্যানেলে যুক্ত হচ্ছেন রাজ্জাক!

Total
0
Share