ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজঃ বদলে যাওয়া সময়

NEW

 

একটা দল ক্রিকেটের গোড়াপত্তনকারী অন্যটি আধুনিক ক্রিকেটের প্রবর্তক। ইংল্যান্ড যদি ক্রিকেটের শিকড় হয় ওয়েস্ট ইন্ডিজ সে গাছের ফুল। ১৯৮৭ সালে ক্রিকেট শুরুর পর থেকে সবচেয়ে বেশি উত্থান পতন ঘটেছে ক্রিকেটের বনেদি এই দুই দলের মধ্যে। ইংল্যান্ডকে হেসে খেলে হারানো ওয়েস্ট ইন্ডিজের রাজত্ব সময়ের পরিক্রমায় হয়েছে হাতছাড়া। আর তাই তাদের পেলেই ইংল্যান্ড মেতে ওঠে জয়ের নেশায়।

১৯৭০ থেকে ১৯৮০, এই সময়ে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যে হয়েছে ৩৭টি টেস্ট ম্যাচ, যেখানে ইংল্যান্ড জিততে পেরেছে মাত্র একটিতে, হেরেছে ২৩টি বাকি ম্যাচ ড্র হয়েছে।

সেই সময়ে মহা প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজের সামনে দাড়াতেই পারতো না ইংল্যান্ড, এমনকি তারা হোম কন্ডিশনকেও কাজে লাগাতে পারেনি সেই সময়ে। দেশের মাটিতে ২৩ টেস্টের ১৫টি তেই হেরেছিল তারা। ওই সময়ে দেশের মাটিতে জিততে না পারার সবচেয়ে খারাপ রেকর্ড ছিলো ওটা।

দৃশ্যপটে পরিবর্তন আসতে শুরু করে নব্বই দশকের শুরু থেকে। এই সময়ে ইংল্যান্ড দূরত্ব কমাতে থাকে। ওয়েস্ট ইন্ডিজের সাথে দেশের মাটিতে ২-২ এ সিরিজ ড্র করে ইংল্যান্ড। এরপর থেকে ইংল্যান্ড যতটা এগিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ পিছিয়েছে ততোটাই।

২০০০ সাথে ওয়েস্ট ইন্ডিজ কে প্রথম বারের মত ইংল্যান্ড থেকে খালি হাতে ফিরতে হয়। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়। এই সময়ে তারা ১৮টি টেস্ট ম্যাচ খেলে, যেখানে ওয়েস্ট ইন্ডিজের এক জয়ের বিপরীতে ১৪টিতেই হার।

ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট রেকর্ডঃ

সময়            ম্যাচ    জয়   পরাজয়

১৯৭০-১৯৮৯  ২৩      ১৫       ০

১৯৯০           ১১      ১১       ৪

২০০০           ১৮      ১       ১৪

৯৭ ডেস্ক

Read Previous

পরিশ্রমের মূল্য পাচ্ছেন পান্ডিয়া

Read Next

উইকেটের পেছনে ম্যাথু ওয়েডকে চান স্মিথ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share