আড়াই দিনের কম সময়ে হারল ইংল্যান্ড, অ্যাশেজ অস্ট্রেলিয়ার

আড়াই দিনের কম সময়ে হারল ইংল্যান্ড, অ্যাশেজ অস্ট্রেলিয়ার

আড়াই দিনেরও কম সময়ে শেষ হল এমসিজি (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড) টেস্ট। ব্যাটিং ব্যর্থতার চূড়ান্ত নিদর্শন দেখিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ও ১৪ রানে হারল জো রুটের ইংল্যান্ড। ২য় ইনিংসে অভিষিক্ত স্কট বোলান্ডের তোপেই উইকেটে স্থায়ী হতে পারেনি ইংলিশ ব্যাটাররা।

ব্রিসবেন ও অ্যাডিলেড ওভালে জিতে অ্যাশেজ জিতে নেবার মিশনে এমসিজিতে মাঠে নেমেছিল স্বাগতিকরা, নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ফিরেছিলেন করোনা সাগা কাটিয়ে।

কামিন্সের নেতৃত্ব ছিল বোলিংয়েও, ইংলিশদের আগে ব্যাটিংয়ে পাঠিয়ে প্রথম দিনেই অলআউট করে কামিন্স-লায়নরা। ১৮৫ তে থামে জো রুটদের ১ম ইনিংস, যেখানে সর্বোচ্চ ৫০ রান জো রুটের।

জবাবে নিজেদের ১ম ইনিংসে শুরুটা ভালো হলেও মাঝে খেই হারিয়ে ফেলে মারনাস লাবুশেইন, স্টিভ স্মিথরা। লেজের দিকে কামিন্স, স্টার্করা রান পেলে ৮২ রানের মূল্যবান লিড পায় স্বাগতিকরা। বল হাতে বুড়ো হাড়ের ভেল্কি দেখান জিমি অ্যান্ডারসন, ফেরান ৪ অজি ব্যাটারকে।

ইংলিশদের সামনে সুযোগ ছিল ৮২ রান শোধ করে অজিদের সামনে এক লক্ষ্য ছুড়ে দেওয়ার। তবে মিচেল স্টার্ক ও অভিষিক্ত স্কট বোলান্ডের বোলিং তোপে ৮২ ই করতে পারেনি সফরকারীরা।

৪ উইকেটে ৩১ রান নিয়ে ২য় দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। ১২ রান নিয়ে জো রুট ও ২ রান নিয়ে বেন স্টোকস অপরাজিত ছিলেন। আজ ৩য় দিনের শুরুতেই ইংলিশদের প্রতিরোধ শেষ হয়। ৬৮ তেই অলআউট হয় তারা। এদফাতেও সর্বোচ্চ রান জো রুটের, ২৮। এছাড়া দুই অঙ্ক স্পর্শ করেন কেবল বেন স্টোকস (১১)।

আগের দিন ২ উইকেট নেওয়া স্কট বোলান্ড আজ নেন আরও ৪ উইকেট। তার বোলিং ফিগার- ৪-১-৭-৬! স্বপ্নের অভিষেকে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি।

সংক্ষিপ্ত স্কোরঃ

ইংল্যান্ড ১৮৫/১০ ও ৬৮/১০ (২৭.৪), হাসিব ৭, ক্রাউলি ৫, মালান ০, রুট ২৮, লিচ ০, স্টোকস ১১, বেয়ারস্টো ৫, বাটলার ৫*, উড ০, রবিনসন ০, অ্যান্ডারসন ২; স্টার্ক ১০-৩-২৯-৩, বোলান্ড ৪-১-৭-৬, গ্রিন ৩.৪-০-৮-১

অস্ট্রেলিয়া ২৬৭/১০ (৮৭.৫), হ্যারিস ৭৬, ওয়ার্নার ৩৮, লায়ন ১০, লাবুশেইন ১, স্মিথ ১৬, হেড ২৭, গ্রিন ১৭, ক্যারি ১৯, কামিন্স ২১, স্টার্ক ২৪*, বোলান্ড ৬; অ্যান্ডারসন ২৩-১০-৩৩-৪, রবিনসন ১৯.২-৪-৬৪-২, উড ১৯.৫-২-৭১-২, স্টোকস ১০.৪-১-৪৭-১, লিচ ১৫-০-৪৬-১

ফলাফলঃ অস্ট্রেলিয়া ইনিংস ও ১৪ রানে জয়ী

ম্যাচসেরাঃ স্কট বোলান্ড (অস্ট্রেলিয়া)।

৯৭ ডেস্ক

Read Previous

আশরাফুলদের বিপক্ষে চালকের আসনে ইস্ট জোন

Read Next

নিউজিল্যান্ডে তাসকিন-রাহির আগুন নেভাল বৃষ্টি

Total
0
Share