সৌম্য সরকারের অতিমানবীয় ইনিংস

featured photo1 4

নিদাহাস ট্রফির ফাইনালে ইনিংসের শেষ বলে দীনেশ কার্তিক ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে জয় থেকে বঞ্চিত করেছিলেন। বোলিংয়ে ছিলেন সৌম্য সরকার। অমন হারের পর স্বভাবতই ভেঙে পড়েছিলেন সৌম্য। কে জানে, কার্তিক সৌম্যের দুঃস্বপ্ন হয়ে আছে কিনা! তবে আজ রেলিগেশন লিগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বোলারদের দুঃস্বপ্নের কারণ হয়েছেন সৌম্য সরকার। সৌম্য সরকারের ব্যাট যেনো আজ ছিল দুই পাশেই সমান ধারওয়ালা তরবারি।

টস জিতে আগে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ব্যাট করতে পাঠান ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক অলক কাপালি। ব্যাট হাতে দারুণ শুরু করেন অগ্রণী ব্যাংকের অধিনায়ক শাহরিয়ার নাফিস ও সৌম্য সরকার। ২৯ বলে ২৪ রান করে ফেরেন শাহরিয়ার নাফিস, তাতে ভাঙে ৪৪ রানের জুটি।

211565

এরপর সালমান হোসেন (২৩), ধীমান ঘোষ (২৫) ও রিশি ধাওয়ানদের নিয়ে ব্রাদার্সের বোলারদের উপর তান্ডব চালান সৌম্য সরকার। ৪৬ তম ওভারের ২য় বলে সৌম্য সরকার যখন সাজঘরের পথ ধরেন সৌম্যের নামের পাশে তখন জ্বলজ্বল করছে ১৫৪ রান।

১২৭ বল স্থায়ী সৌম্য সরকারের ইনিংসে ছিল ৯ টি চার ও ১১ টি ছক্কা। সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ৩ নম্বর গ্রাউন্ডে হয়েছে সৌম্য সরকারের ব্যাটে ছক্কা বৃষ্টি। যে বৃষ্টিতে ভেসে যাওয়ার উপক্রম হয়েছে ব্রাদার্স ইউনিয়নের।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ১১০ বলে অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলেছিলেন সৌম্য সরকার। আজকের আগ অব্দি লিস্ট-এ ক্রিকেটে সেটিই ছিল সৌম্য সরকারের সর্বোচ্চ সংগ্রহ। আজ লিস্ট এ ক্রিকেটে নিজের ৩য় শতককে সৌম্য পরিণত করেন ড্যাডি টনে।

সৌম্য সরকারের আজকের ইনিংস:

রান: ১৫৪, বল: ১২৭, চার: ৯ টি, ছয়: ১১ টি, স্ট্রাইক রেট: ১২১.২৫

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

স্বস্তিতে তামিম ইকবাল, জানিয়েছেন কারণ

Read Next

আপিল করবো না: স্টিভ স্মিথ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share