আইপিএল ফাইনালের আগে চেন্নাই ব্যাটারের অবসরের ঘোষণা

আইপিএল ফাইনালের আগে চেন্নাই ব্যাটারের অবসরের ঘোষণা

আজ (রবিবার) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ফাইনাল। চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স লড়বে শিরোপা জয়ের লড়াইয়ে। এই মহারণের আগে অবসরের ঘোষণা দিলেন চেন্নাই ব্যাটার আম্বাতি রায়ডু।

আইপিএলকে বিদায় জানানোর খবর টুইটারে জানান রায়ডু। টুইটারে তিনি লেখেন,

‘২ দারুণ দল মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। ১৪ মৌসুমে ২০৪ ম্যাচ, ১১ প্লে অফ, ৮ ফাইনাল, ৫ ট্রফি। আশা করি ট্রফি সংখ্যা আজ ৬ হবে। দারুণ এক যাত্রা ছিল। আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের ফাইনাল আমার শেষ আইপিএল ম্যাচ হবে। আমি এই দারুণ টুর্নামেন্ট খেলে উপভোগ করেছি। সবাইকে ধন্যবাদ, এবার আর ইউ টার্ন নয়।’

২০১৩, ২০১৫ ও ২০১৭ তে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শিরোপা জেতেন আম্বাতি রায়ডু। ২০১৮ সালে যুক্ত হন চেন্নাই সুপার কিংসে। ২০১৮ তে ১৬ ম্যাচে সেঞ্চুরি সমেত ৬০২ রান করেন তিনি। চেন্নাই ২ বছরের বিরতি শেষে আইপিএলে ফিরেই জেতে শিরোপা। ২০২১ সালে চেন্নাইয়ের শিরোপা জয়ী দলেও ছিলেন রায়ডু।

৯৭ ডেস্ক

Read Previous

জাইসাওয়ালের পৌষ মাস, যাচ্ছেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে

Read Next

বিএসপিএ-এর বর্ষসেরা ক্রীড়াবিদ ও ক্রিকেটার লিটন দাস

Total
0
Share