Image

পাকিস্তানের টেস্ট দলের হেড কোচ আজহার মাহমুদ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 2 ঘন্টা আগে
পাকিস্তানের টেস্ট দলের হেড কোচ আজহার মাহমুদ

পাকিস্তানের টেস্ট দলের হেড কোচ আজহার মাহমুদ

পাকিস্তানের টেস্ট দলের হেড কোচ আজহার মাহমুদ

পাকিস্তান ক্রিকেট দলের লাল বলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আজহার মাহমুদ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এই দায়িত্বে থাকবেন তিনি।

দলের কৌশলগত পরিকল্পনার অন্যতম স্তম্ভ হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসা আজহার মাহমুদ ইতিপূর্বে সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। তার আন্তর্জাতিক অভিজ্ঞতা ও ইংলিশ কাউন্টি ক্রিকেটে সাফল্যের ঝুলিও বেশ সমৃদ্ধ। কোচিংয়ে তার বিচক্ষণতা ও বাস্তব জ্ঞান পাকিস্তান দলের টেস্ট ফরম্যাটে নতুন শক্তি যোগাবে বলে আশাবাদী বোর্ড।

দুইবার কাউন্টি চ্যাম্পিয়নশিপ জেতা আজহারের লাল বল ক্রিকেটে নেতৃত্ব এবং কৌশলের গভীরতা প্রমাণিত। পিসিবির বিবৃতিতে জানানো হয়েছে, তার নেতৃত্বে পাকিস্তানের টেস্ট দল আরও শৃঙ্খলাপূর্ণ ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে বলে বিশ্বাস করা হচ্ছে।

পিসিবি'র বিবৃতিতে বলা হয়েছে, "আজহার মাহমুদের ক্রিকেট জ্ঞান, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও লাল বল ফরম্যাটের প্রতি তার গভীর বোঝাপড়া তাকে এই দায়িত্বের জন্য উপযুক্ত করে তুলেছে। আমরা আশা করছি, তার নেতৃত্বে পাকিস্তান টেস্ট দল আরও শৃঙ্খলাপূর্ণ, কৌশলগত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে।"

আজহারের সামনে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। টেস্ট র‍্যাংকিংয়ে ধারাবাহিকতা হারানো পাকিস্তান দলের মানসিকতা পুনর্গঠন, তরুণদের সঙ্গে অভিজ্ঞদের সুষম সমন্বয় এবং বিদেশের মাটিতে পারফরম্যান্সে উন্নতি এই তিনটি বড় লক্ষ্য সামনে রেখেই কাজ শুরু করতে হবে তাকে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three