Wood departs, Salahuddin to take charge of batting
97 Repoter: Mohammed Afzal
Publish: 2 hours agoUpdate: 1 second ago- 1
Wood departs, Salahuddin to take charge of batting
- 2
Saif Hassan: From Test Opener to T20 All-Rounder — A Comeback Built on Trust
- 3
Nasum’s Absence from Playing XI Part of Team Strategy: Salahuddin
- 4
Beyond Victory: Bangladesh’s Preparatory Statement Ahead of Asia Cup
- 5
Taskin Ahmed Masters the Dew Factor as Bangladesh Triumph in Sylhet

Wood departs, Salahuddin to take charge of batting
Wood departs, Salahuddin to take charge of batting
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে পাওয়ার হিটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসা ইংলিশ কোচ জুলিয়ান উডের অধ্যায় শেষ হতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উডের সঙ্গে আর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত তিনি দলের সঙ্গে থাকবেন, এরপরই তার দায়িত্বের অবসান হবে।
এ বিষয়ে নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। সোমবার সিলেটে বোর্ড সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "৩ সেপ্টেম্বর পর্যন্ত জুলিয়ান উডের সাথে চুক্তি করা হয়েছে। কয়েকটা দিনের জন্য। এবং এর মধ্যেই এটা সীমাবদ্ধ থাকবে।"
সম্প্রতি গুঞ্জন উঠেছিল, জাতীয় দলের বাইরে বয়সভিত্তিক দল, হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট এবং বিসিবির অন্যান্য স্ট্রাকচারে কাজ করতে পারেন জুলিয়ান উড। তবে সেই সম্ভাবনা সরাসরি নাকচ করেছেন ফাহিম। তিনি জানান, আপাতত অতিরিক্ত কোচের প্রয়োজন নেই বিসিবির।
এ বিষয়ে ফাহিম বলেন, "পরে প্রয়োজন হলে আমরা তাকে আবার নিয়ে আসব। অথবা তার মতো অন্য কাউকে। আমাদের দলে ব্যাটিং কোচ আছেন, তিনি ব্যাটিং দেখভাল করবেন৷ প্রয়োজনে প্রধান কোচ ফিল সিমন্স আছেন, তিনিও দেখতে পারবেন। এখনও এতো কোচের প্রয়োজন নেই। যখন দরকার মনে হবে তখন আবার নিয়ে আসা হবে।"
জুলিয়ান উডের বিদায়ের পর জাতীয় দলের ব্যাটিং দায়িত্বে থাকবেন মোহাম্মদ সালাউদ্দিন। যিনি ইতিমধ্যে আছেন টাইগারদের সঙ্গে, এর আগেও বিভিন্ন মেয়াদে কাজ করেছেন এবং দেশের অন্যতম সেরা কোচ হিসেবে পরিচিত। এছাড়া দলের ব্যাটিং নিয়ে প্রয়োজনে কাজ করবেন প্রধান কোচ ফিল সিমন্স।