শচীন টেন্ডুলকারের আরও কাছে জো রুট
৯৭ প্রতিবেদক: রাকিব হাসান
প্রকাশ: 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শচীন টেন্ডুলকারের আরও কাছে জো রুট
শচীন টেন্ডুলকারের আরও কাছে জো রুট
শচীন টেন্ডুলকারের আরও কাছে জো রুট। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে রুট রিকি পন্টিং, জ্যাক ক্যালিস ও রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে গিয়ে বসলেন টেন্ডুলকারের পাশে। টেস্ট রানের সংখ্যায় রুটের সামনে এখন কেবলই টেন্ডুলকার।
ম্যানচেস্টারে ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে ৩৮তম সেঞ্চুরিতে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হলেন ইংল্যান্ডের জো রুট।
৩২৯ ইনিংসে ১৫৯২১ রান নিয়ে টেস্ট রান সংগ্রাহকের লিস্টের শীর্ষে শচীন টেন্ডুলকার। দুই নম্বরে উঠে আসা জো রুটের রান এখন ১৩ হাজার ৪০৯। মাত্র ১৫৭ টেস্ট খেলতে নেমেই ছাড়িয়ে যান রিকি পন্টিংকে।
এরপর তৃতীয় থেকে পঞ্চম স্থানে আছে যথাক্রমে- পন্টিং (১৬৮ টেস্টে ১৩ হাজার ৩৭৮ রান), ক্যালিস (১৬৬ টেস্টে ১৩ হাজার ২৮৯ রান) এবং দ্রাবিড় (১৬৪ টেস্টে ১৩ হাজার ২৮৮ রান)।