ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বিদায় বললেন লাসিথ মালিঙ্গা

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বিদায় বললেন লাসিথ মালিঙ্গা

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা ও মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার লাসিথ মালিঙ্গা। লঙ্কান এই গতি তারকা এ মাসের শুরুতে তার সিদ্ধান্তের কথা মুম্বাই ইন্ডিয়ান্সের কর্তৃপক্ষকে জানিয়েছিলেন।

মালিঙ্গার প্রতি সম্মান প্রদর্শন করে বুধবার ঘোষিত ১৮ সদস্য বিশিষ্ট মুম্বাই ইন্ডিয়ান্সের দলে তাকে রাখেনি কর্তৃপক্ষ।

দলের মালিক আকাশ আম্বানি এক বিবৃতিতে জানান, ‘গত ১২ বছর ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের রত্ন ছিল মালিঙ্গা। আমরা তার সিদ্ধান্তকে সম্মান করি। যদিও আরো ৫ বছর তাকে আমাদের দলে আরো রাখতে চেয়েছিলাম।’

‘মালিঙ্গা মুম্বাই ইন্ডিয়ান্সের একজন কিংবদন্তি খেলোয়াড়। এ দলের সাফল্যে তার অবদান অনস্বীকার্য। ওয়াংখেড়েতে তার জন্য দর্শকদের উৎসাহ আমি মিস করবো। মুম্বাই ইন্ডিয়ান্স পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য সে। আমাদের পরিবারে সে আজীবন সদস্য থাকবে এবং ভবিষ্যতে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অন্যান্য খেলোয়াড়দের পরিচালনা করা হবে।’

অবসরের পর মালিঙ্গা জানান, ‘পরিবারের সাথে আলোচনা মনে হয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বিদায় নেওয়ার এটাই সঠিক সময়। করোনা চলাকালীন সময়ে ভ্রমণে বাধা এবং বিভিন্ন সমস্যার শরণাপন্ন হয়েছিলাম। সব ভেবে এখনই সিদ্ধান্ত নেওয়ার মত যৌক্তিকতা এসেছে। মুম্বাই কর্তৃপক্ষের সাথে এ মাসেই আলোচনা হয়েছিল, তারাও রাজি হয়েছিল। গত ১২ বছর একই দলে এমন অভাবনীয় সুযোগ দেওয়ার জন্য আম্বানি পরিবার, অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ও ভক্ত অনুরাগীদের অসংখ্য ধন্যবাদ জানাই।’

‘মাঠের ভিতরে ও বাইরে মুম্বাই কর্তৃপক্ষ আমার প্রতি ১০০ ভাগ সমর্থন দিয়েছে। মাঠে নেমে আমি আমার স্বাভাবিক বোলিং করতাম, কোন চাপ অভুভব হত না। এ দলের হয়ে আমার অসংখ্য হাসিখুশি মুহুর্ত ও আনন্দ-উল্লাস রয়েছে। তাদের প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। কোচ, কর্তৃপক্ষ ওবং তাদের পরিবারের জন্য শুভকামনা থাকলো।’

দলে ধরে রাখা খেলোয়াড়ঃ

রোহিত শর্মা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সুরিয়াকুমার যাদব, ইশান কিশান ( উইকেটরক্ষক, ক্রিস লীন, আনমলপ্রীত সিং, সৌরভ তিওয়ারি, আদিত্য তারে, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, অনুকূল রয়, জাসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, রাহুল চাহার, জয়ন্ত যাদব, ধাওয়াল কুলকার্নি, মহসিন খান।

দলের ছেড়ে দেওয়া খেলোয়াড়ঃ

লাসিথ মালিঙ্গা, মিচেল ম্যাকক্লেনাঘান, নাথান কোল্টারনাইল, জেমস প্যাটিনসন, শেরফানে রাদারফোর্ড, প্রিন্স বালওয়ান্ত রায়, দিগ্বিজয় দেশমুখ।

৯৭ ডেস্ক

Read Previous

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলে চার নতুন মুখ

Read Next

শরীয়তপুরে ৩২ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট

Total
0
Share