অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার স্বপ্ন পূরণ হচ্ছে না সাকিব-মুশফিকদের!

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার স্বপ্ন পূরণ হচ্ছে না সাকিব-মুশফিকদের!

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, সিডনি ক্রিকেট গ্রাউন্ড, দ্য গ্যাবা- অস্ট্রেলিয়ার ক্রিকেটের সাথে এই ভেন্যুগুলোর ঐতিহ্যও কম নয়। তবে অস্ট্রেলিয়ার টিও স্টেডিয়াম বা ক্যাজালিস স্টেডিয়ামের নাম শুনেছেন?

না শুনলে দোষের কিছু নয়। নর্দার্ন টেরিটোরি ও কুইন্সল্যান্ডের এই মাঠ দুটিতে টেস্ট হয়েছে দুইটি করে। ১ টি করে খেলেছে বাংলাদেশ, ১ টি করে শ্রীলঙ্কা।

২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাবার পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ টেস্ট খেলেছে এই দুইটিই, দুই অখ্যাত স্টেডিয়ামে। ২০০৩ সালের জুলাইয়ে শেষবার অজিদের ডেরায় টেস্ট খেলা বাংলাদেশকে পরবর্তী টেস্ট খেলতে অপেক্ষা করতে হবে ২০২৭ অব্দি।

আজ (১৭ আগস্ট) ২০২৭ অব্দি পূর্ণ সদস্য দেশগুলোর খেলার সূচি (এফটিপি) প্রকাশ করেছে আইসিসি। যেখানে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট খেলার উল্লেখ আছে। ২০২৭ সালের মার্চে ২ টি টেস্ট খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেটের যে পঞ্চপান্ডব তত্ত্ব চালু আছে সেখানে থাকা কেবল মাশরাফি বিন মর্তুজা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছেন। বাকি চারজনের টেস্ট অভিষেকই হয়েছে ২০০৩ এর পর।

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়ে ফেলেছেন। সাকিব আল হাসানের বয়স ৩৫, তামিম ইকবালের ৩৩, মুশফিকুর রহিমের ৩৫। এই তিনজনের টেস্ট ক্যারিয়ারের ইতি ঘটতে পারে ২০২৭ এর আগেই। তাই অজিদের ডেরায় তাদের টেস্ট খেলার স্বপ্ন পূরণ হচ্ছে না এটা বলাই যায়।

ঘরের মাঠেও অজিদের বিপক্ষে খেলতে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে ২০২৬ সালের জুন অব্দি। সেসময়ে অবশ্য সূচিতে নেই টেস্ট। ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।

৯৭ ডেস্ক

Read Previous

২০২৭ অব্দি এফটিপিতে বাংলাদেশের যত খেলা

Read Next

হারারেতে মুশফিক কেন সুযোগ নেয়নি বুঝতে পারছেন না ফাহিমও!

Total
0
Share