দ্বিতীয় সেশনে ৮৯ রান তুলতে ১ উইকেট হারিয়েছে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
দ্বিতীয় সেশনে ৮৯ রান তুলতে ১ উইকেট হারিয়েছে বাংলাদেশ

দ্বিতীয় সেশনে ৮৯ রান তুলতে ১ উইকেট হারিয়েছে বাংলাদেশ

দ্বিতীয় সেশনে ৮৯ রান তুলতে ১ উইকেট হারিয়েছে বাংলাদেশ

প্রথম সেশনে দারুন সূচনার পর দ্বিতীয় সেশনেও ভালো ব্যাটিং করেছে বাংলাদেশ। যদিও সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে আউএ হয়ে গেছেন সাদমান ইসলাম। ৯ টি চার ও ১ টি ছয়ে ৮০ রান করে লরকান টাকারের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। দ্বিতীয় সেশনে এই ১ টি উইকেট ই হারিয়েছে বাংলাদেশ। 

দ্বিতীয় সেশন শেষে ১ উইকেট হারিয়ে ১৯৮ রান করে চা বিরতিতে গেছে বাংলাদেশ। এই সেশনে তারা খেলা শুরু করে কোনো উইকেট না হারিয়ে ১০৯ রান নিয়ে। তারপর খেলা  হয়েছে ৩১ ওভার, এতে টাইগাররা রান করেছে আরো ৮৯ আর হারিয়েছে ১ টি উইকেট।

৯৮ রানে অপরাজিত থেকে সেঞ্চুরির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন মাহমুদুল হাসান জয়। ২১ রান নিয়ে ক্রিজে তাকে সঙ্গ দিচ্ছেন মুমিনুল হক। প্রথম ইনিংসে এখনো আয়ারল্যান্ডের চেয়ে ৮৮ রানে পিছিয়ে বাংলাদেশ। 

এর আগে দ্বিতীয় দিনের শুরুতেই প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে  ২৮৬ রানে অলআউট করে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। দুইটি করে উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম, হাসান মাহমুদ এবং অভিষিক্ত বামহাতি স্পিনার হাসান মুরাদ।