৫২ রানের লিডে দ্বিতীয় দিন শেষে উড়ছে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
৫২ রানের লিডে দ্বিতীয় দিন শেষে উড়ছে বাংলাদেশ

৫২ রানের লিডে দ্বিতীয় দিন শেষে উড়ছে বাংলাদেশ

৫২ রানের লিডে দ্বিতীয় দিন শেষে উড়ছে বাংলাদেশ

৫২ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ১৬৯ রান নিয়ে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয়। এবং মুমিনুল হক অপরাজিত আছেন ৮০ রানে। প্রথম ইনিংসে মাত্র ১ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ ৩৩৮ রান। 

এর আগে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে সংগ্রহ করে ১০৯ রান। দ্বিতীয় সেশনে ৮০ রান করে আউট হন সাদমান ইসলাম। দ্বিতীয় সেশন শেষে ১ উইকেট হারিয়ে ১৯৮ রান করে চা বিরতিতে যায় বাংলাদেশ বাংলাদেশ।

তারপর শেষ পর্যন্ত আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। জয় ও মুমিনুলের দুর্দান্ত ব্যাটিংয়ে এগিয়ে যায় বাংলাদেশ। জয় সেঞ্চুরি তুলে নেন, আর মুমিনুল তুলে নেন ফিফটি। আয়ারল্যান্ডের ৭ বোলার বল করলেও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। 

এর আগে দ্বিতীয় দিনের শুরুতেই প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে  ২৮৬ রানে অলআউট করে বাংলাদেশ। দিনের শুরুতেই আইরিশদের ইনিংস গুটিয়ে দেন বাংলাদেশের বোলাররা। ৯২তম ওভারে ম্যাথু হামফ্রেসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। রিভিউ নিয়েও রক্ষা পাননি হামফ্রেস। পরের ওভারে ব্যারি ম্যাককার্থিকে বোল্ড করেন পেসার হাসান মাহমুদ।