Image

যেকোনো মাঠ, যেকোনো ভেন্যু, যেকোনো দেশেই বাংলাদেশ ভালো দল: সালমান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 10 ঘন্টা আগেআপডেট: 2 ঘন্টা আগে
যেকোনো মাঠ, যেকোনো ভেন্যু, যেকোনো দেশেই বাংলাদেশ ভালো দল: সালমান

যেকোনো মাঠ, যেকোনো ভেন্যু, যেকোনো দেশেই বাংলাদেশ ভালো দল: সালমান

যেকোনো মাঠ, যেকোনো ভেন্যু, যেকোনো দেশেই বাংলাদেশ ভালো দল: সালমান

দুই মাস আগেই হোম কন্ডিশনে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। এবার টাইগারদের মাটিতে খেলতে এসেছে তারা। শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মিরপুরে প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আঘা জানালেন, অতীত নয় বরং বর্তমান নিয়েই ভাবছে তার দল।

"এটা আমাদের জন্য অ্যাওয়ে কন্ডিশন। যেকোনো মাঠ, যেকোনো ভেন্যু, যেকোনো দেশেই বাংলাদেশ ভালো দল। বিশেষ করে ঘরের মাঠে খেলা হলে তো খুবই ভালো দল। আমরা জানি কী কী চ্যালেঞ্জ সামনে আসতে পারে। মাঠে নামতে আমরা এক্সাইটেড এবং চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি,"

নতুন কোচের অধীনে দল কিছু পরিবর্তন আনতে চায় বলেও ইঙ্গিত দেন পাকিস্তান অধিনায়ক। কন্ডিশনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "আমরা খেলায় পরিবর্তন আনতে চাই। কন্ডিশন বড় ভূমিকা রাখে। তাই দেখতে হবে এখানকার কন্ডিশন কেমন এবং সে অনুযায়ী আমরা খেলতে পারছি কি না। ব্যাট হাতে লক্ষ্য থাকবে বড় রান করা, বল হাতে তাদের দ্রুত আটকানো।"

এবারের স্কোয়াডে রয়েছে দুই তরুণ আনক্যাপড ফাস্ট বোলার। তাদের নিয়ে রীতিমতো রোমাঞ্চিত সালমান, "নতুন দুইজন ফাস্ট বোলার দলে এসেছে। তারা খুবই সম্ভাবনাময়। তাদের নিয়ে আমি খুব আশাবাদী এবং রোমাঞ্চিত।"

বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক সাফল্য থাকলেও অতীত নিয়ে ভাবতে রাজি নন পাকিস্তান অধিনায়ক। তার ভাষায়, "আমরা অতীত নিয়ে এত ভাবছি না, ভাবছি না ৯ বছর কী হয়েছে। আমরা আমাদের খেলায় মনোযোগ রাখছি। এই সিরিজও ব্যতিক্রম নয়। প্রতিটি ম্যাচ, প্রতিটি বল ধরে ধরে এগোতে চাই। যদি তিনটি ম্যাচই জিততে পারি খুব খুশি হবো।"

এই দলে রয়েছে বিপিএল খেলা অভিজ্ঞ বেশ কিছু ক্রিকেটার। আছে বাংলাদেশে কাজ করা কোচও। সালমানের মতে, "আমাদের বেশিরভাগ খেলোয়াড়ই বিপিএল খেলেছে, তাদের এখানে খেলার অভিজ্ঞতা আছে। তারা তাদের অভিজ্ঞতা আমাদের সাথে ভাগাভাগি করেছে, পরিকল্পনাও জানিয়েছে।"

মিরপুরের উইকেট নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। সালমান বললেন, "কন্ডিশনের তো বড় ভূমিকা আছেই। তবে কন্ডিশন যেমনই হোক এর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যেখানেই যান না কেন, বিশ্বের যেখানেই, শুধু মিরপুরেই না। কন্ডিশন অবশ্যই বড় ভূমিকা পালন করবে।"

প্রস্তুতির দিক থেকে দল পিছিয়ে নেই জানিয়ে তিনি বলেন, "আমরা করাচিতে ক্যাম্প করেছি, ভালো প্রস্তুতির চেষ্টা করেছি। আমরা খুব ভালোভাবে প্রস্তুত। আমরা নিশ্চিত করতে চেয়েছি আমরা যেন পরিস্থিতি অনুযায়ী প্র্যাকটিস করে নিতে পারি।"

টি-টোয়েন্টি ক্রিকেট যে দ্রুত বদলে যাচ্ছে, সেটাও মনে করিয়ে দেন সালমান। তবে নিজের দলের প্রতি আত্মবিশ্বাস রেখে বলেন, "টি-টোয়েন্টি ক্রিকেট প্রতি ৬ মাসে বদলে যাচ্ছে। আমরা আমাদের বেসিক ক্রিকেট খেলতে চাই। যেই দলে আসুক ভালো খেলতে হবে। এখন যারা আছে ওদের নিয়ে আমরা আশাবাদী।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three