Image

পদত্যাগের খবরের জন্য অপেক্ষা করতে বললেন শান্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পদত্যাগের খবরের জন্য অপেক্ষা করতে বললেন শান্ত

পদত্যাগের খবরের জন্য অপেক্ষা করতে বললেন শান্ত

পদত্যাগের খবরের জন্য অপেক্ষা করতে বললেন শান্ত

অধিনায়ক হয়েছেন আট মাসও হয়নি। নাজমুল হোসেন শান্ত আর বাংলাদেশ দলের অধিনায়ক থাকতে চান না। অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন শান্ত এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তা জানিয়েও দিয়েছেন। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে এখনও সামনা-সামনি এ ব্যপারে কথা হয়নি তার। পদত্যাগের বিষয়ে সবাইকে বিসিবির ঘোষণার জন্যে অপেক্ষা করতে বললেন। নাজমুল হোসেন শান্ত যদি তাঁর সিদ্ধান্তে বহাল থাকেন, তাহলে বিসিবিকে স্বাভাবিকভাবেই বিকল্প অধিনায়ক খুঁজতে হবে। 

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দল কোনোপ্রকার পাত্তাই পায়নি। বিশেষ করে ব্যাটারদের চরম ব্যর্থতা দেখা গেল পুরো সিরিজ জুড়ে। মিরপুরে প্রথম টেস্টে ৭ উইকেটের পরাজয়, চট্টগ্রামে এসে প্রোটিয়ারা পেল ইনিংস ও ২৭৩ রানের বড় জয়। এরমাঝেই আসে শান্তর অধিনায়কত্ব ছাড়ার সংবাদ। চট্টগ্রাম টেস্টের আগে এবং ম্যাচ চলাকালীন গণমাধ্যমের সাথে কোনো কথা না বললেও সিরিজ শেষে আজ শান্ত হাজির হন সংবাদ সম্মেলনে। তার কাছেই তাই জানতে চাওয়া কি কারণে নেতৃত্ব ছাড়ছেন? 

'অধিনায়কত্বের ব্যাপারে প্রেসিডেন্ট কথা বলেছেন আপনাদের সঙ্গে। এ ব্যাপারে এখানে আমি আর কোনো মন্তব্য না করি। হয়তো ক্রিকেট বোর্ড থেকেই একটা (খবর) পাবেন।' 

গতকাল রাতেই ঢাকা থেকে টেস্টের ভেন্যু শহর চট্টগ্রামে উড়ে আসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ম্যাচ দেখার চেয়েও প্রেসিডেন্টের এই সফরের বড় উদ্দেশ্য অধিনায়ক শান্তর সাথে আলোচনায় বসা।ম্যাচ চলাকালীন শান্তকে আলোচনার টেবিলে পাওয়া না গেলেও শান্ত যখন সংবাদ সম্মেলন শেষ করে ড্রেসিংরুমে ফিরছিলেন ফারুক আহমেদ তখনই কথা শুরু করে দেন শান্তর সঙ্গে।

এর আগে অবশ্য সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেন, 'আমার এখনও সভাপতির সঙ্গে কথা হয়নি। কথা হলে আমি বা সভাপতি ক্লিয়ার একটা মেসেজ দিতে পারবো।'

সিরিজের মাঝপথে অধিনায়কত্ব ছাড়ার সংবাদ, কিংবা অবসরের ঘোষণা। এ ব্যাপারগুলো আরও সুন্দরভাবে করা যায় কিনা? শান্ত বললেন, 'ইন শা আল্লাহ সামনে থেকে হবে আমি এটা বিশ্বাস করি। সুন্দর একটা নিয়মের মাধ্যমে এই জিনিগুলো হবে।' 

Details Bottom
Details ad One
Details Two
Details Three