Image

'সাকিব ভাই কিংবদন্তি, আমাদের সবার উচিৎ তার পাশে থাকা'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
'সাকিব ভাই কিংবদন্তি, আমাদের সবার উচিৎ তার পাশে থাকা'

'সাকিব ভাই কিংবদন্তি, আমাদের সবার উচিৎ তার পাশে থাকা'

'সাকিব ভাই কিংবদন্তি, আমাদের সবার উচিৎ তার পাশে থাকা'

মেহেদী হাসান মিরাজ কি সাকিব আল হাসানের বিকল্প? স্বয়ং মিরাজই মানতে চান না এমন কোন কথা। বরং সাকিব না থাকায় বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে, এইটাই জানেন মিরাজ। সংবাদ সম্মেলনে সাকিবের প্রশংসাই ঝরেছে মিরাজের কণ্ঠে। সাকিবের মতো কিংবদন্তির পাশে দাঁড়াতে সবার কাছে মিরাজের অনুরোধ। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনও বলছিলেন সাকিবের অভাব মেটানো কতটা কঠিন। সাকিবকে সন্দেহাতীতভাবেই মিস করছে বাংলাদেশ দল। মিরপুরে শেষ টেস্ট খেলার ইচ্ছা পূরণ হয়নি সাকিব আল হাসানের। এর ফলে কানপুর টেস্টই সাকিব আল হাসানের শেষ টেস্ট। সিরিজ শুরুর আগে সাকিবের বিকল্প হিসেবে শান্ত বলেছেন মিরাজের কথা।

এবার প্রথম টেস্টের পর মিরাজ এসব উড়িয়ে দিলেন, 

"সবাই সবসময় একটা কথা বলে যে, সাকিব ভাইয়ের জায়গায় আমি আসব। একটা জিনিস দেখেন, সাকিব ভাই কিন্তু অনেক বড় অর্জন করেছেন বাংলাদেশের হয়ে। প্রায় ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তিনি একজন কিংবদন্তি ক্রিকেটার। আর আমারটা যদি দেখেন, ধারাবাহিক রান করা শুরু করেছি মাত্র এক-দুই বছর। সাকিব ভাই শুরু থেকেই রান করেছেন। তাই সাকিব ভাইয়ের জায়গায় সাকিব ভাই, আমি আমার জায়গায়। একজন ক্রিকেটারকে আরেকজনের সঙ্গে তুলনা না করাই শ্রেয় আমার মনে হয়। আমরা সবাই জানি, সাকিব ভাইয়ের অর্জন কত। আর আমি যেখানে ব্যাটিং করি... ৭-৮ নম্বরে। সাকিব ভাই সবসময় টপ-অর্ডারে (ওপরের দিকে) ব্যাটিং করেছেন। তো এটা একটা বাধা। আমার যখন সময় আসবে, অবশ্যই আমি চেষ্টা করব দলের প্রয়োজনে ভালো করতে।"

সাকিব আল হাসানের এই খারাপ সময়ে সবাইকে পাশে থাকার আহ্বান জানালেন মিরাজ, "সাকিব ভাইয়ের বিষয়টা তো আমরা সবাই জানি। তিনি কী কারণে আসতে পারেননি বা খেলতে পারেননি, এটা আমার মনে হয় না কারও কাছে অজানা। তিনি একজন কিংবদন্তি ক্রিকেটার। বাংলাদেশের হয়ে তিনি অনেক অর্জন করেছেন। অস্বীকার করতে পারব না। যেহেতু একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, আমার মনে হয়, সবাই তার পাশে থাকা উচিৎ।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three