Image

সহজ ম্যাচ কঠিন করে হারল শ্রীলঙ্কা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 19 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সহজ ম্যাচ কঠিন করে হারল শ্রীলঙ্কা

সহজ ম্যাচ কঠিন করে হারল শ্রীলঙ্কা

সহজ ম্যাচ কঠিন করে হারল শ্রীলঙ্কা

১৭৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে ওপেনিং জুটিতেই শ্রীলঙ্কার রান ১২১। এরপর ৮ উইকেট হারিয়ে লঙ্কানরা নিউজিল্যান্ডের কাছে ম্যাচ হারল ৮ রানে। নার্ভাস নাইন্টিতে বিদায় নেন পাথুম নিসাঙ্কা, মুহূর্তের মধ্যেই ম্যাচ জয়ের সব আশা শেষ হয়ে যায় শ্রীলঙ্কার। এদিন এক ওভারে লঙ্কানদের টপ অর্ডার গুঁড়িয়ে দেওয়া জ্যাকব ডুফি পেলেন ম্যাচসেরা ক্রিকেটারের পুরস্কার। 

ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে অবিশ্বাস্য ফ্যাশনে নিউজিল্যান্ড ১-০ তে এগিয়ে গেল। নিউজিল্যান্ডের অসাধারণ কামব্যাক জয়! জ্যাকব ডুফির এক ওভারে ৩ উইকেট, আর তাতেই নাটকীয়ভাবে মোড় নেয় ম্যাচ। শেষ পর্যন্ত ৮ রানের রোমাঞ্চকর জয় পায় স্বাগতিকরা। 

জ্যাকব ডুফির করা ইনিংসের ১৪তম ওভারে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। এই ধাক্কা থেকে আর উঠে দাঁড়াতে পারেনি লঙ্কানরা। ১২১ রানের উদ্বোধনী জুটির পরও শ্রীলঙ্কা অবিশ্বাস্যভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। খুব কাছে থেকেও তিন অংকের রানে পৌঁছাতে পারলেন না পাথুম নিসাঙ্কা।

পাথুম নিসাঙ্কা নার্ভাস নাইন্টিতে একটা ভুল করে বসলেন। দলের জয়ের জন্য দরকার ১১ বলে ২০ রান। ম্যাট হেনরিকে ওভার বাউন্ডারি মারতে চেয়েছিলেন ৯০ রানে থাকা নিসাঙ্কা। ব্যাটে-বলে সংযোগও হল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কভার বাউন্ডারিতে ক্যাচ হন নিসাঙ্কা। বোলার হেনরির চেয়ে এই উইকেটের পেছনে বেশি অবদান ফিল্ডার টিম রবিনসনের। 

এর আগে মাউন্ট মঙ্গানুইতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ৬৫ রানে ৫ উইকেট হারানো সত্ত্বেও লড়াই করার রসদ জোগাড় করে নেয় কিউইরা। ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েলের জোড়া হাফ-সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের ১৭২ রান তোলে স্কোরবোর্ডে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three