ভারত, পাকিস্তানকে হারিয়ে ফাইনালে আফগানিস্তান-শ্রীলঙ্কা
ভারত, পাকিস্তানকে হারিয়ে ফাইনালে আফগানিস্তান-শ্রীলঙ্কা
ভারত, পাকিস্তানকে হারিয়ে ফাইনালে আফগানিস্তান-শ্রীলঙ্কা
ইমার্জিং টিমস এশিয়া কাপ এর ফাইনাল খেলবে আফগানিস্তান-শ্রীলঙ্কা। ওমানের আল আমেরাত স্টেডিয়ামে দুই সেমিফাইনালে তারা হারিয়েছে শক্তিশালী ভারত ও পাকিস্তানকে। ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে আগামীকাল মাঠে নামবে আফগানিস্তান ‘এ’।
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কা 'এ' দলের কাছে ৭ উইকেটে হারল পাকিস্তান শাহীনস। দ্বিতীয় সেমিতে আফগানিস্তানের কাছে পাত্তা পায়নি ভারত 'এ'। ২০৭ রানের টার্গেট টপকাতে নেমে ২০ রানে হেরেছে তিলক বার্মার দল। ফলে আগামীকালের ফাইনালে শ্রীলঙ্কা 'এ' দলের মুখোমুখি হবে আফগানরা।
প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৩৫ রান তোলে পাকিস্তান। এরপর ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট আর ২১ বলে হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা 'এ'। পাকিস্তানের হয়ে একাই লড়াই করেন ওপেনার ওমাইর ইউসুফ। ৪৬ বলে ৬৮ রানের (৫ চার ৪ ছক্কায়) ঝড়ো ইনিংস খেলেন তিনি। বাকিদের কেউ তাকে সহায়তা করতে পারেননি। মাত্র ৪ ব্যাটার পৌঁছান দুই অংকের ঘরে। বল হাতে দুশান হেমন্থ মাত্র ২১ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
ব্যাট হাতে লঙ্কানদের হয়ে শুরুতেই ঝড় তোলেন ওপেনার লাহিরু উদারা। ২০ বলে ৪৩ রান করেন তিনি। দুই চারের বিপরীতে হাঁকান ৪টি ছক্কা। শেষদিকে ৪৬ বলে ৫২ রানের ক্যামিও খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন আহান বিক্রমাসিংহে।
আরেক সেমিফাইনাল ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে আফগানিস্তান 'এ' দল জিতল ২০ রানে। টপ অর্ডারের তিন ব্যাটারের ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান তোলে আফগানরা। ওপেনার জুবাইদ আকবরি মাত্র ৪১ বলে ৬৪ রান করেন। আরেক ওপেনার সেদ্দিকউল্লাহ অটলের ব্যাট থেকে ৫২ বলে আসে ৮৩ রান। তিনে নামা করিম জানাত দুইশোর বেশি স্ট্রাইক রেটে ৪১ রানের ক্যামিও ইনিংস খেলে প্যাভিলিয়নে যান।
লক্ষ্য তাড়ায় নেমে মিডল অর্ডার ব্যাটার রমনদ্বীপ সিংয়ের ৬৪ রান ছাড়া কেউই খেলতে পারেননি বড় ইনিংস। আইয়ুশ বাদুনি ৩১ রান করেন ২৪ বলে। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৮৬ রানে থামে ভারতের ইনিংস। আফগান জার্সিতে বল হাতে আলো ছড়িয়েছেন আল্লাহ গজনফার, ৩ ওভারে মাত্র ১৪ রান খরচায় নিয়েছেন দুই উইকেট।