নেতৃত্বের নিষেধা'জ্ঞা থেকে মুক্তি পেলেন ডেভিড ওয়ার্নার
নেতৃত্বের নিষেধা'জ্ঞা থেকে মুক্তি পেলেন ডেভিড ওয়ার্নার
নেতৃত্বের নিষেধা'জ্ঞা থেকে মুক্তি পেলেন ডেভিড ওয়ার্নার
দীর্ঘ ৬ বছর পর ডেভিড ওয়ার্নারের নেতৃত্বের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। জাতীয় দল থেকে অবসর নেওয়া ওয়ার্নার এখন নেতৃত্ব দিতে পারবেন ফ্র্যাঞ্চাইজি লিগে।
ডেভিড ওয়ার্নার নিজের অপরাধমূলক কর্মকাণ্ডের দায় স্বীকার করেছেন এবং তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য সব ধরনের মানদণ্ড পূরণ করেছেন । এ কারণেই তিন সদস্যের প্যানেল ওয়ার্নারের ওপর থেকে আজীবন নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালে কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ে জড়িত থাকার ১ বছরের জন্য ওয়ার্নারকে নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আজীবনের জন্য কেড়ে নেওয়া হয় অস্ট্রেলিয়ান ক্রিকেটের অধিনায়কত্ব।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ওয়ার্নার বলেছেন, অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান তিনি। তবে আসলেই ফিরবেন কিনা কিনবা ফিরলে জাতীয় দলের অধিনায়কত্ব পাবেন কিনা সে বিষয়ে সন্দেহ থাকলেও আগামী আসরে সিডনি থান্ডারের নেতৃত্ব ওয়ার্নার দিতে পারেন এটা অবশ্য বলাই যায়।
এ বিষয়ে অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন, ‘ডেভিড ওয়ার্নারের ওপর নিষেধাজ্ঞার শাস্তি পর্যালোচনা করার সিদ্ধান্তে আমি খুশি। সে এই মৌসুমেই অধিনায়কের পদ ফিরে পাওয়ার জন্য বিবেচিত হবে।’
ডেভিড ওয়ার্নার তার নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদনে রেফারেন্স হিসেবে কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও অধিনায়ক প্যাট কামিন্সের নাম উল্লেখ করেন। এবং এতে সম্মত জানান নিউজিল্যান্ডের ক্রিকেটার কেইন উইলিয়ামসনও।