প্রোটিয়া অধিনায়কও বলছে, বাংলাদেশ এক পেসার কম খেলিয়েছে
- 1
অ্যান্টিগায় প্রথম দিনে বাংলাদেশি বোলারদের শিকার ৫ উইকেট
- 2
ঢাকা লিগে ৮ ক্রিকেটারসহ ৯ জনকে নি'ষিদ্ধ করল বিসিবি
- 3
টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে তিলক বার্মার বিশ্বরেকর্ড
- 4
জমকালো আয়োজনে উন্মোচিত হল এনসিএল টি-টোয়েন্টির লোগো, দেখা যাবে সরাসরি
- 5
শুরুর ১৫ মিনিটেই হাসান মাহমুদের দুই উইকেট, এরপর বিবর্ণ বাংলাদেশ
প্রোটিয়া অধিনায়কও বলছে, বাংলাদেশ এক পেসার কম খেলিয়েছে
প্রোটিয়া অধিনায়কও বলছে, বাংলাদেশ এক পেসার কম খেলিয়েছে
সাত ব্যাটসম্যান ও দুই স্পিনার, এক পেসারের সঙ্গে ছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে বাংলাদেশ দল একাদশ সাজিয়েছিল এভাবে। পেসার হিসেবে খেলেন শুধু হাসান মাহমুদ। বিপরীতে, দক্ষিণ আফ্রিকার দুই পেসার উইয়ান মুল্ডার ও কাগিসো রাবাদা। দু'জন মিলে এই টেস্টে নিয়েছেন মোট ১৩ উইকেট। বাংলাদেশের এক পেসার কম ইস্যুতে কথা বলেছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামও।
মিরপুরের স্পিন রাজ্যে কাগিসো রাবাদা, উইয়ান মুল্ডারদের আধিপত্য দেখে একটা প্রশ্ন শুরুর দিন থেকেই আলোচনায়- বাংলাদেশের একাদশে এক পেসার কম কিনা? বাংলাদেশকে ৭ উইকেটে হারানোর পর সংবাদ সম্মেলনে এসে এইডেন মার্করাম বললেন,
'সিম মুভমেন্ট ছিল, বাউন্স ছিল। আরেকজন পেসার খেলানো যেত, আমার মনে হয় দুই দলই এখানে একমত হবে।'
দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকাকে টাফ টাইম দিয়েছে বাংলাদেশ। ৯৭ রানের ইনিংস খেলা মেহেদী হাসান মিরাজকে নিয়েও প্রশংসা শোনা গেল মার্করামের কণ্ঠে। বলেছেন, যেভাবে লড়াই করে ব্যাট করেছে সেঞ্চুরি পাওয়ার দরকার ছিল মিরাজের।
'হ্যাঁ অবশ্যই। নতুন বল খেলাটা বেশ কঠিন ছিল ব্যাটার হিসেবে। গতকাল বা তার আগের দিনও তারা ভালো জুটি গড়েছে। বল নরম ছিল কিছুটা। উইকেট তুলতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। অনেক কৃতিত্ব দিতে হবে তাদের। মেহেদী দারুণ খেলেছে। সেঞ্চুরিটা সে ডিজার্ভ করত। চ্যালেঞ্জ ছিল অনেক। তবে আমরা তা মানিয়ে নিয়েছি অনেক পরিশ্রম করে। অবশ্যই বাংলাদেশকে এখানে কৃতিত্ব দিতে হবে।'