Image

রেকর্ড গড়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রেকর্ড গড়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ

রেকর্ড গড়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ

রেকর্ড গড়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডেতে ধবলধোলাই হলো বাংলাদেশ। প্রথম দুই ম্যাচেই সিরিজ হার নিশ্চিত। হোয়াইটওয়াশের শঙ্কা নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নেমে বাংলাদেশ পায় ৩২১ রানের সংগ্রহ। পাহাড়সম রান করেও বাংলাদেশকে হারতে হয় ৪ উইকেটে। সেন্ট কিটসে রান তাড়ায় ইতিহাস গড়ল উইন্ডিজ। সেঞ্চুরিতে অভিষেক রাঙালেন আমির জাঙ্গু।

রান তাড়ার রেকর্ড গড়ে ৩–০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। অভিষেক ম্যাচ খেলতে নেমেই অপরাজিত সেঞ্চুরি আমির জাঙ্গুর। কেসি কার্টিও শতকের খুব কাছে থেকে ৯৫ রানে হয়েছেন। এরপর গুদাকেশ মতির ৪৪ রানের ক্যামিওতে রেকর্ড গড়েই ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ। ১০ বছর পর বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করতে পারলো ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের দেওয়া ৩২২ রানের লক্ষ্য স্বাগতিকেরা টপকে যায় ৪ উইকেট ও ২৫ বল হাতে রেখে। নির্বিষ বোলিংয়ের কারণে বড় সংগ্রহ পেয়েও বাংলাদেশকে ম্যাচ হারতে হয় সহজভাবে। 

এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারেই বাংলাদেশ পায় ব্রেকথ্রু। ১৫ রানে থাকা ওপেনার ব্র্যান্ডন কিং হয়েছেন রান আউট। এরপর নাসুম আহমেদের বলে বোল্ড অ্যালিক আথানাজ। ৩ রানের বেশি করতে পারেননি অধিনায়ক শাই হোপ। মাঝে শেরফানে রাদারফোর্ডের ব্যাট থেকে আসে ৩০ রান। 

রাদারফোর্ড আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে শূন্য হাতেই প্যাভিলিয়নে ফিরতে পারতেন অভিষিক্ত আমির জাঙ্গু। কিন্তু রান আউটের সুযোগ মিসে ম্যাচ থেকেই ছিটকে যায় বাংলাদেশ। ৮৬ রানে ৪ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ এরপর স্বস্তি পায় কার্টি–জাঙ্গুর ১৩২ রানের জুটিতে। আর তাতেই স্বাগতিকরা ম্যাচ জয়ের ভিত পেয়ে যায়। জাঙ্গু অবশ্য পরেও আবার নতুন জীবন পেয়েছেন, সহজ সুযোগটা নিতে পারেননি বদলি ফিল্ডার পারভেজ হোসেন ইমন।

প্রথম ওয়ানডে খেলতে নেমে দু'বার জীবন পেয়ে সেঞ্চুরি হাঁকানো মিস করেননি আমির জাঙ্গু। সেঞ্চুরিতে অভিষেক রাঙালেন। শেষ অবদি ৪৫.৫ ওভারেই বাংলাদেশের দেওয়া টার্গেট টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ। 

Details Bottom