ডিআরএস নেই, তবুও আম্পায়ার সিদ্ধান্ত বদলান ভারতের চাপে
ডিআরএস নেই, তবুও আম্পায়ার সিদ্ধান্ত বদলান ভারতের চাপে
ডিআরএস নেই, তবুও আম্পায়ার সিদ্ধান্ত বদলান ভারতের চাপে
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত ইমার্জিং এশিয়া কাপে আবারো প্রশ্নবিদ্ধ আম্পায়ারের সিদ্ধান্ত। এদফায় সিদ্ধান্ত গেছে ভারতের পক্ষে, আফগানিস্তানের বিপক্ষে। ভারত-আফগানিস্তান ম্যাচে যা নিয়ে মাঠেই ছড়িয়ে পড়ে উ'ত্তা'প, খেলা বন্ধ থাকে কিছুক্ষণের জন্য। শেষমেশ বাউন্ডারি লাইনে নেমে পরিস্থিতি সামাল দিতে হয় ম্যাচ রেফারিকে।
শুক্রবার ওমানের আল আমিরাত ক্রিকেট মাঠে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত 'এ'-আফগানিস্তান 'এ' দল। সেই ম্যাচে আফগানিস্তানের ওপেনার জুবাইদ আকবরির আউট নিয়ে দেখা দেয় বিতর্ক। ১৪.১ ওভারে আকিব খানের বল আকবরির ব্যাটের কানায় লেগে যায় উইকেটকিপার প্রভসিমরন সিং এর কাছে। বলটি দুর্দান্ত ক্যাচে তালুবন্দি করেন তিনি। কিন্তু ফিল্ড আম্পায়ার আবেদনে সাড়া না দিয়ে নট-আউট ঘোষণা করেন।
ভারতীয় ক্রিকেটাররা মাঠে আধিপত্য বিস্তার করে আম্পায়ারের সিদ্ধান্ত মানতে নারাজ থাকেন। যার ফলে টিভি আম্পায়ারের শরণাপন্ন হন অনফিল্ড আম্পায়ার। বলে রাখা ভালো ইমার্জিং এশিয়া কাপে ডিআরএস সিস্টেম নেই। সুতরাং মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে ঘোষণা হবে।
টিভি আম্পায়ার ভিডিও রিপ্লে দেখে আকবরিকে আউট ঘোষণা করেন। আর এতেই ক্ষেপেছে আফগানিস্তান। এক্ষেত্রে তাদের দাবী ছিলো যেহেতু টুর্নামেন্টে ডিআরএস নেই তাই ভারতীয়দের চাপে পড়ে সিদ্ধান্ত টিভি আম্পায়ারের কাছে দেয়া সঠিক নয়।
৪১ বলে ৬৪ রান করে মাঠ ছাড়তে বাধ্য হন জুবাইদ আকবরি। তবে আম্পায়ারের সুবিধা পেয়েও ম্যাচে জিততে পারেনি ভারত 'এ' দল। আফগানদের ২০৬ রানের জবাবে ১৮৬ তেই আঁটকে যায় তারা। ২০ রানে জিতে ফাইনালে পৌছে যায় আফগানিস্তান 'এ' দল। ফাইনালে তারা লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে।