Image

বিসিবির সিদ্ধান্তে আফগান সিরিজে নেতৃত্বে শান্ত, টেস্টের ভাবনায় ওয়ানডেতে নেই তাইজুল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিসিবির সিদ্ধান্তে আফগান সিরিজে নেতৃত্বে শান্ত, টেস্টের ভাবনায় ওয়ানডেতে নেই তাইজুল

বিসিবির সিদ্ধান্তে আফগান সিরিজে নেতৃত্বে শান্ত, টেস্টের ভাবনায় ওয়ানডেতে নেই তাইজুল

বিসিবির সিদ্ধান্তে আফগান সিরিজে নেতৃত্বে শান্ত, টেস্টের ভাবনায় ওয়ানডেতে নেই তাইজুল

নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক রেখেই আফগানিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ওয়ানডে দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, সৌম্য সরকার। তবে নেই তাইজুল ইসলাম, এনামুল হক বিজয়। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এই সিরিজের দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন পেসার নাহিদ রানা।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস স্কোয়াডে নেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে না পারার পর এখনও জ্বর থেকে সেরে না ওঠায় তাকে বিবেচনায় নেওয়া হয়নি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টের আগে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার যে গুঞ্জন ছিল তা আপাতত ওয়ানডে ফরম্যাটে হয়নি। টেস্ট সিরিজ চলাকালীন নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়তে চাওয়া, আবার পরের সিরিজে তাকে দায়িত্বে রেখেই বিসিবির দল ঘোষণা। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দিলেন এ ব্যাপারে উত্তর, 

‘এটা বোর্ডের (বিসিবি) সিদ্ধান্ত। এ ব্যাপারে নির্বাচকদের কিছু না বলাই ভালো। সে অধিনায়ক ছিল। তাকেই রাখা হয়েছে। তবে এ ব্যাপারে আমাদের কথা বলাটা সমীচীন মনে করি না।’

এক বছরের বেশি সময় পর ওয়ানডে দলে ডাক পাওয়া বাঁহাতি স্পিনার নাসুম আহমাকে নিয়ে  প্রধান নির্বাচকের ব্যাখ্যা, ‘নাসুম সর্বশেষ বিশ্বকাপে ছিল। মাঝখানে খুব বেশি ওয়ানডে খেলেনি বাংলাদেশ। সাকিব থাকলে হয়তো বাঁহাতি স্পিনের জায়গাটা ভিন্ন হতে পারত। আমাদের বাঁহাতি স্পিনে তানভীর ও নাসুমকেই মূল বোলার মনে করি। রাকিবুলের আরও সময় দরকার বলে মনে করি।’

তাইজুল না থাকার কারণ? 'সাকিব যেহেতু টেস্টে নেই, তাইজুল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই ফরম্যাটে। ওয়ানডেতেও সে ভালো করতে পারে, কিন্তু টেস্টে আমাদের জন্য বেশি জরুরি সে। তাকে ঝুঁকিমুক্ত রাখার চেষ্টা করতে হবে আমাদের।' 

Details Bottom
Details ad One
Details Two
Details Three