আজ প্রথম ঘন্টাতেই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিতে চান মায়ের্স
বাংলাদেশে পেলে ব্যাট হাতে ভিন্ন রূপে দেখা যায় কাইল মায়ের্সকে। অভিষেক ম্যাচেই টাইগার বোলারদের চট্টগ্রামে অসহায় করে তোলেন। এবার সেন্ট লুসিয়া টেস্টেও সেঞ্চুরি হাঁকিয়ে দলকে বিপদমুক্ত করলেন। দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে ১০৬ রানে।