হাসান মুরাদের আরও একবার ৫ উইকেট, শক্ত অবস্থানে সেন্ট্রাল জোন
আগেরদিনই ফলো অনের শঙ্কায় পড়ে ইসলামী ব্যাংক ইস্ট জোন। আজ শঙ্কা সত্যি হতে সময় লাগেনি খুব একটা। বিসিবি সেন্ট্রাল জোনের ৪৫৩ রানের জবাবে ১৯১ রানেই অলআউট হয় ইস্ট জোন। ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসেও বিপর্যস্ত