বোলান্ড নয়, রিচার্ডসনকে এগিয়ে রাখছেন পন্টিং
স্কট বোলান্ডের চেয়ে জাই রিচার্ডসনকে বেশি দক্ষ মনে করছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার এ দুই পেসারের মধ্যকার তুলনায় পন্টিং জাই রিচার্ডসনের ব্যালটে ভোট দেন। অ্যাশেজে দুর্দান্ত ফর্মে আছেন বোলান্ড। চলমান অ্যাশেজে ২