‘দ্য সিক্সটি’র চ্যাম্পিয়ন সেন্ট কিটস প্যাট্রিয়টস ও বার্বাডোস রয়্যালস
জমজমাট এক লড়াই শেষে পর্দা নামল অভিনব সব নিয়মের টুর্নামেন্ট দ্য সিক্সটি। ক্যারিবীয় অঞ্চলের নতুন এই লিগের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে গেইল-লুইসদের সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। নারীদের ট্রফি জিতেছে বার্বাডোস রয়্যালস। দুই ফাইনালেরই পরাজিত