বার্বাডোসকে উড়িয়ে দিয়ে সিপিএল চ্যাম্পিয়ন জ্যামাইকা তালাওয়াস
বার্বাডোস রয়্যালসকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয় বারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা জিতল জ্যামাইকা তালাওয়াস। ফাইনালে বার্বাডোসের করা ১৬২ রান জ্যামাইকা টপকায় ২৩ বল হাতে রেখে। হার-না-মানা ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ব্র্যান্ডন কিং।