শেন ওয়ার্নের শেষ বিদায়ে রঙিন এমসিজি কাঁদছে অঝোরে…
"হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদোনাকো উড়ে-উড়ে ধানসিড়ি নদীটির পাশে!" শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যু থেকে এখনও গোটা বিশ্ব সামলে উঠতে পারেনি। শেষবারের মতো এমসিজিতে ওয়ার্নের স্মৃতিতে ভিক্টোরিয়া সরকারের তরফে