শাহীন শাহকে জামাই বানিয়ে আফ্রিদির আবেগঘন পোস্ট
টুইটারে পাকিস্তানের গতিতারকা শাহীন শাহ আফ্রিদির কাভার ফটোতে আছে শহীদ আফ্রিদির ছবি। ব্যক্তিজীবনেও আফ্রিদির সঙ্গী হলেন শাহীন শাহ। আফ্রিদির কন্যার সঙ্গে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। শাহীন শাহ আফ্রিদি ও শহীদ আফ্রিদির কন্যার নিকাহ