শহীদ আফ্রিদি মিথ্যাবাদী এবং চরিত্রহীন: কানেরিয়া
'মিথ্যাবাদী এবং চরিত্রহীন' শহীদ আফ্রিদি দ্বারা আমি সবসময় অপমানিত হয়েছি: দানিশ কানেরিয়া। হিন্দু বলেই খারাপ ব্যবহার করত শহীদ আফ্রিদি, আর এভাবেই যে কানেরিয়ার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছেন। তাইতো কানেরিয়া অভিযোগ করেছেন যে আফ্রিদি একজন ‘মিথ্যাবাদী’।