চট্টগ্রামে সেঞ্চুরি হাঁকানো গুরবাজ দল পেলেন আইপিএলে
মেগা নিলাম থেকে দল পেয়েও নাম প্রত্যাহার করে নেন ইংলিশ তারকা ব্যাটসম্যান জেসন রয়। আর তাতেই আফগান উইকেটরক্ষক ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজের পৌষ মাস। গুজরাট টাইটান্স দলে তৃতীয় আফগানিস্তানের খেলোয়াড় হিসেবে যুক্ত হলেন ২০ বছর বয়সী গুরবাজ।