লারা, স্টেইনকে যুক্ত করে হায়দ্রাবাদের বড় চমক
২০২২ আইপিএল আসর শুরু হতে এখনও বেশ লম্বা সময় বাকি। কিন্তু এরমধ্যেই যে আইপিএলের দামামা বাজছে ফ্র্যাঞ্চাইজি গুলোতে। সানরাইজার্স হায়দ্রাবাদ তাঁদের কোচিং প্যানেলে বসিয়েছে তারার মেলা। টম মুডি, সাইমন ক্যাটিচ, মুত্তিয়াহ মুরালিধরনদের সঙ্গে যুক্ত হলেন