হাথুরুর কাছে জাদুর-কাঠি আছে নাকি জাদু-টোনার শিকার বিসিবি?
আরও একবার সাকিব-তামিমদের হেড কোচ হলেন চন্ডিকা হাথুরুসিংহে। ২০১৭'তে বিদায় বলে যাওয়া সেই চিরচেনা হাথুরুর হাতেই রাজত্ব তুলে দিতে প্রস্তুত বিসিবি। ফের বাংলার ক্রিকেটে হাথুরুর আগমন দেখে মোহাম্মদ সালাউদ্দিনের বক্তব্য, হাথুরুসিংহের কাছে নিশ্চয়ই জাদুর কাঠি