‘আমি সবসময় চাই শান্ত’রা বল করুক’
বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ চান, প্রতি ম্যাচেই শান্ত বোলিংয়ে আসুক। বোলিংয়ের সময় শান্ত'র মতো পার্টটাইম বোলাররা দলকে বাড়তি অপশনের সুযোগ করে দেয়। বিশ্বকাপকে সামনে রেখে সেরা বোলিং ইউনিট তৈরি করার লক্ষ্য বাংলাদেশের।