‘পাথব্রেকার’ হবার ফর্মুলা পেয়েছি- অশ্বিনকে লিটন
বয়সভিত্তিক ধাপ পার করে ঘরোয়া লিগে রানের বন্যা বইয়ে দিয়ে জাতীয় দলে কড়া নাড়েন লিটন দাস। স্ট্রোকমেকার লিটন জায়গা পেয়েছিলেন ২০১৫ বিশ্বকাপের প্রিলিমিনারি স্কোয়াডে। মূল স্কোয়াডে জায়গা না হলেও লিটনের আন্তর্জাতিক অভিষেক হতে দেরি হয়নি।