মাঠ সংকটে আটকে আছে বাংলাদেশ টাইগারের কার্যক্রম
ঘোষণার দুই মাসেও অগ্রগতির দেখা নেই বাংলাদেশ টাইগার নামক ছায়া দলের। জাতীয় দলের বাদ পড়া ক্রিকেটারদের প্রস্তুত রাখার লক্ষ্যে সারাবছর জুড়ে এই প্রোগ্রাম চালু করতে চেয়েছে বিসিবি। তবে মাঠ সংকটে কার্যক্রম পায়নি গতি। যদিও জাতীয়