কেউ চোখের আড়াল হবে না; বাদ যাওয়াদের উদ্দেশ্যে নান্নু
'চোখের আড়াল হলে, মনের আড়াল হয়'! কিন্তু বিসিবির নির্বাচকরা এবার চোখের আড়ালে রাখছে না কাউকেই। সুযোগের অপেক্ষায় রেখেছেন আফিফ, সোহানদের। শরিফুল ইসলামকে দলে ফেরানো হয়েছে, প্রথমবারের মত ডাক পেয়েছেন রিশাদ হোসেন ও জাকের আলি অনিক।