‘আঙ্কেল পার্সি’ পেলেন শ্রীলঙ্কা ক্রিকেটের উপহার ৫ মিলিয়ন রুপি
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) তাঁদের দেশের বড় এক ক্রিকেট সমর্থক, বলা যেতে পারে, বর্ষীয়ান সমর্থক; পার্সি আবেসেকেরা, তাঁকে ৫ মিলিয়ন রুপি অনুদান দিয়েছে। লঙ্কান বোর্ডের এই অনুদান-প্রদান প্রশংসার দৃষ্টিতে দেখছে ক্রিকেট-বিশ্ব। পার্সি একজন সু-পরিচিত ক্রিকেট সমর্থক