হাথুরুর আগমনে খুশি সোহান, করছেন ভালো কিছুর প্রত্যাশা
গত রাতে ঢাকায় পৌঁছে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে সকাল সকাল পা রাখলেন মিরপুর শেরে-ই-বাংলায়। পুরানো শিষ্যদের সঙ্গে নতুনদের সাথেও হলেন পরিচয়। হাথুরুকে পেয়ে যেন মুগ্ধ দেশের ক্রিকেটাঙ্গন। গত কয়েকদিনের ধরেই হাথুরুর প্রশংসায় পঞ্চম দেখের ক্রিকেটাররা।