বিজয় দিবসে আতহার আলির ব্যাটে জিতল শহীদ মুশতাক একাদশ
বিজয় দিবসে সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রতিবছরের মতো এবারও প্রীতি ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঠ মাতিয়েছেন আকরাম, নান্নুরা। ৪২ রানের জয় পেল শহীদ মুশতাক একাদশ। ৬০ রানের অনবদ্য ইনিংসে ম্যাচ সেরার পুরষ্কার জেতেন আতহার