মানদ্বীপ ‘অপরাজিত’ থেকে প্রয়াত বাবাকে সম্মান জানিয়েছেন
বাবা হারনোর যন্ত্রণা নিয়ে আইপিএল খেলছেন মানদ্বীপ সিং। গতরাতে ফিফটি করে দলকে জিতিয়েছেন পাঞ্জাবের ওপেনার মানদ্বীপ। ফিফটি পূর্ণ করে উৎসর্গ করলেন প্রয়াত বাবাকে, ম্যাচ শেষে জানিয়েছেন বাবার দেওয়া অনুপ্রেরণার কথা। মানদ্বীপ সিং গতরাতে ৫০ রান