‘সিলেট রকেট’, এবাদতকে নিয়ে অ্যালান ডোনাল্ডের বিশেষণ
পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড দারুণ মুগ্ধ ডানহাতি পেসার এবাদত হোসেনে। ভালোবেসে এবাদতকে বিশেষণ দিলেন, 'সিলেট রকেট।’ আইকনিক সেলিব্রেশন করা এবাদত ওয়ানডে ক্রিকেটে নিজের ছাপ রেখে যাচ্ছেন। আর তাতেই যেন ফের এবাদত বন্দনায় মেতেছেন অ্যালান