রান খরার মাঝেই এবার শেহজাদের সঙ্গী চোট
আহমেদ শেহজাদ ঢাকা ডমিনেটরসের হয়ে বিপিএল মাতাতে এসে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন, ভুগছেন রান খরায়। এরমাঝেই এবার তার সঙ্গী চোট। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পাতায় এক বিজ্ঞপ্তি দিয়ে ঢাকা ডমিনেটরস আহমেদ শেহজাদের চোট ইস্যুতে লিখে,