রাশিদ ঝড়ের পরও অস্ট্রেলিয়া জিতল ৪ রানে
রাশিদ খানের ব্যাটিং তান্ডবের পরও আফগানিস্তান হারল ৪ রানে। অস্ট্রেলিয়ার করা ১৬৮ রান টপকাতে নেমে মাত্র ২৩ বলে রাশিদ খেলেন ৪৮ রানের ক্যামিও ইনিংস। ফিফটি হাঁকিয়ে ম্যাচ সেরার পুরস্কার গ্লেন ম্যাক্সওয়েলের হাতে। ছোট ব্যবধানের জয়েও